Jio, Vi কে টেক্কা দিয়ে মাত্র ২৪৭ টাকায় BSNL আনলো আনলিমিটেড কল ও ডেটা প্ল্যান

ভারতে বর্তমান বাজারে অন্যান্য টেলিকম অপারেটরদের তুলনায় সরকারি সংস্থা BSNL-এর প্রিপেড প্ল্যানগুলির দাম অনেকটাই কম। সম্প্রতি BSNL অভাবনীয় কম দামে একটি প্ল্যান নিয়ে এসেছে যাতে দৈনিক ৩ জিবি ডেটা পাওয়া যাবে। BSNL-এর এই প্ল্যানটির দাম মাত্র ২৪৭ টাকা। প্রসঙ্গত, অন্যান্য অপারেটরের কাছে দৈনিক ৩ জিবি ডেটা-সহ কোন প্ল্যান নিতে হলে প্রায় ৪০০ টাকার কাছাকাছি খরচ হয়ে যাবে। সেদিক দিয়ে BSNL-এর প্ল্যানটি অনেক সস্তা এবং লাভজনক। চলুন এই প্ল্যানটি নিয়ে বিস্তারিত জেনে নিই।

BSNL-এর ২৪৭ টাকার প্ল্যান

BSNL-এর ২৪৭ টাকার স্পেশাল ট্যারিফ ভাউচারটি খুবই লাভজনক। এতে পাওয়া যাবে আনলিমিটেড লোকাল ও ন্যাশনাল কলের সুবিধা। তবে আনলিমিটেড বলা হলেও দৈনিক ২৫০ মিনিটের সীমা থাকবে। এছাড়া ১০০ SMS-এর সুবিধাও পাওয়া যাবে। সাথে দৈনিক ৩ জিবি ডেটাও মিলবে। এই ডেটা শেষ হয়ে গেলেও ইন্টারনেট ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে স্পিড কমে ৮০ কেবি প্রতি সেকেন্ড হবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন। কিন্তু প্রমোশনাল অফারে বর্তমানে ৪০ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। ৩০ নভেম্বরের মধ্যে রিচার্জ করলে এই বর্ধিত ভ্যালিডিটি পাওয়া যাবে।

অন্যান্য অপারেটরের দৈনিক ৩ জিবি ডেটা প্ল্যান 

BSNL এর মত অন্যান্য টেলিকম অপারেটরগুলিও দৈনিক ৩ জিবি ডেটা অফার করে। প্রথমেই আসি Jio-র প্রসঙ্গে। বর্তমানে জিওর প্রিপেড প্ল্যানের তালিকায় ৩৪৯ টাকার একটি প্ল্যান আছে, যেখানে দৈনিক ৩ জিবি ডেটা পাওয়া যায়। তাছাড়া এই প্ল্যানে জিও থেকে জিও আনলিমিটেড কলিং করা যাবে। অন্যান্য নেটওয়ার্কে কলের ক্ষেত্রে ১০০০ মিনিট FUP কলিং-এর সুবিধা উপলব্ধ। এছাড়া দৈনিক ১০০ SMS-এর সুবিধাও থাকছে। এই প্ল্যানের ভ্যালিডিটি মাত্র ২৮ দিন।

অন্যদিকে, Vi এবং Airtel উভয়েই ৩৯৮ টাকার একটি প্ল্যান অফার করছে যাতে দৈনিক ৩ জিবি ডেটা পাওয়া যাবে। সেই সঙ্গে যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং দৈনিক ১০০ SMS করার সুবিধাও রয়েছে। তবে দুটি প্ল্যানের ভ্যালিডিটিই মাত্র ২৮ দিন।