নজরকাড়া অফার সহ OnePlus 10R 5G ফোনের সেল শুরু, পাবেন 150W ফাস্ট চার্জিং সাপোর্ট

গত ১৮শে এপ্রিল ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছিল OnePlus 10R 5G। আর প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ৪ঠা মে এই ফোনটিকে ই-কমার্স সাইট অ্যামাজন এবং সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে বিক্রির জন্য উপলব্ধ করা হল। ফিচার হিসাবে এই নয়া ফোনটির বেস মডেলে ৮০ ওয়াট সুপারভোক চার্জিং এবং OnePlus 10R 5G Endurance Edition-এ ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া ফোনটির উভয় মডেলেই – মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ ম্যাক্স চিপসেট, নয়েজ ক্যান্সলেশন সমর্থিত ডুয়েল স্টেরিও স্পিকার, ১২ জিবি পর্যন্ত র‌্যাম, এবং ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে। আবার এই মডেল-দ্বয়ে ৫০ মেগাপিক্সেল মুখ্য সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট বিদ্যমান থাকছে, যা একাধিক ক্যামেরা মোড সহ দুর্দান্ত ফটোগ্রাফি অফার করবে। প্রসঙ্গত, ফিচারের নিরিখে OnePlus 10R 5G চলতি মাসের শুরুতে চীনে আত্মপ্রকাশ করা OnePlus Ace ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে এসেছে।

OnePlus 10R 5G ফোনের দাম ও সেল অফার

ওয়ানপ্লাস ১০আর ৫জি ফোনের ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত মডেলের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৮,৯৯৯ টাকা রাখা হয়েছে। আবার এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে ৪২,৯৯৯ টাকা। অন্যদিকে ওয়ানপ্লাস ১০আর ৫জি এর ১৫০ ওয়াট মডেল অর্থাৎ এনডুরেন্স এডিশনের ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৩,৯৯৯ টাকা। ওয়ানপ্লাস ১০আর ৫জি ফোনের ৮০ ওয়াট মডেল ফরেস্ট গ্রীন ও সিয়ারা ব্ল্যাক কালারে পাওয়া যাবে। অন্যদিকে, ১৫০ ওয়াট মডেলটিকে শুধুমাত্র সিয়ারা ব্ল্যাক কালারে নিয়ে আসা হয়েছে। আগ্রহীদের জানিয়ে রাখি, আজ এই মুহূর্ত থেকে আপনারা ওয়ানপ্লাস ১০আর ৫জি এবং ওয়ানপ্লাস ১০আর ৫জি এনডুরেন্স এডিশন -কে ই-কমার্স সাইট অ্যামাজন, ক্রোমা, সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (OnePlus.in) সহ বড় বড় রিটেল স্টোরের মাধ্যমে কিনতে পারবেন।

অফার হিসাবে, ICICI ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহারকার করে ফোনটি কিনলে ২,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। কিস্তিতে পেমেন্ট করতে চাইলে, ৬ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই অপশন উপলব্ধ থাকছে। এছাড়া পুরোনো মোবাইল পরিবর্তন করে এই নয়া হ্যান্ডসেট কিনলে ২,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস অফার করা হবে। আর Jio নেটওয়ার্ক ব্যবহারকারীরা ফোনটি খরিদ করলে ৭,২০০ টাকার অতিরিক্ত বেনিফিট পেয়ে যাবেন।

OnePlus 10R 5G ফোনের স্পেসিফিকেশন ও ফিচার

ওয়ানপ্লাস ১০আর ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪১২ পিক্সেল) AMOLED ডিসপ্লে আছে, যা ২০:৯ এসপেক্ট রেশিও, ১০০০ নিট পিক ব্রাইটনেস, ৭২০ হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট অফার করে। আর ডিসপ্লের সুরক্ষার জন্য ফোনটিকে ২.৫ডি কার্ভড কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন সহ নিয়ে আসা হয়েছে।

মাল্টিটাস্কিং ও ফাস্ট পারফরম্যান্সের জন্য ওয়ানপ্লাস ১০আর ৫জি ফোনে সংস্থার নিজস্ব গ্রাফিক্স চিপ এবং অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ ম্যাক্স প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরের সাথে থ্রিডি প্যাসিভ কুলিং টেকনোলজি যুক্ত। অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ কাস্টম স্কিন পাওয়া যাবে। ফোনটি ১২ জিবি পর্যন্ত LPDDR5 র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে। এছাড়া ফোনটি হাইপারবুস্ট গেম ফ্রেম স্টেবিলাইজেশন ইঞ্জিন সহ এসেছে, যা ব্যবহারকারীদের দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা প্রদান করবে।

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, ওয়ানপ্লাস ১০আর ৫জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল, এফ/১.৮৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, যার সাথে ওআইএস (OIS), ৪কে (4K) নাইট মোড প্রভৃতি সাপোর্ট করবে। বাকি দুটি ক্যামেরা হল‌ এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল Sony IMX355 আল্ট্রা-ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল GC02M1 ম্যাক্রো সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের Samsung ISOCELL S5K3P9SP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

অন্যান্য ফিচারের কথা বললে, OnePlus 10R 5G ফোনটি ডুয়েল স্টেরিও স্পিকার সহ এসেছে, যা নয়েজ ক্যান্সলেশন সাপোর্ট করবে। এই হ্যান্ডসেটের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.২, জিপিএস, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। OnePlus 10R 5G ফোনের ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং মডেলে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। এই প্রযুক্তি মাত্র ১৭ মিনিটে ফোনের ব্যাটারিকে ১০০% চার্জ করে দেবে। আবার ফোনটির ৮০ ওয়াট ফাস্ট চার্জিং মডেলে মিলবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। সিকিউরিটি ফিচার হিসাবে এতে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বিদ্যমান। OnePlus 10R 5G স্মার্টফোনের ওজন ১৮৬ গ্রাম।