২০ দিনের ব্যাটারি ব্যাকআপ সহ ভারতে এল নতুন স্মার্টওয়াচ Amazfit T-rex

বিখ্যাত ব্র্যান্ড অ্যামেজ ফিট ভারতে তাদের নতুন স্মার্টওয়াচ লঞ্চ করে দিয়েছে। এই নতুন স্মার্ট ওয়াচের নাম Amazfit T-rex। এর ডিজাইন অত্যন্ত সুন্দর এবং আপনার একটি প্রিমিয়াম ফিল আসবে এই স্মার্ট ওয়াচ ব্যবহার করলে। এছাড়াও এর বিল্ড কোয়ালিটির উপর নজর দেওয়া হয়েছে। কোম্পানি দাবি করে যে এই স্মার্ট ওয়াচ মিলিট্রি MIL-STD-810 সার্টিফাইড। এই সার্টিফিকেশনের জন্য বারোটি টেস্ট পাস করতে হয়। এর মধ্যে রয়েছে অপ্রত্যাশিত আবহাওয়া, বৃষ্টি, অধিক তাপমাত্রা ইত্যাদি। এই স্মার্ট ওয়াচ -৪০ থেকে ৭০ ডিগ্রী সেন্টিগ্রেড অবধি তাপমাত্রা সহ্য করতে পারে।

আপনারা এই স্মার্টওয়াচ Amazfit T-Rex অ্যামাজন থেকে কিনতে পারবেন। যার দাম ৯,৯৯৯ টাকা। এছাড়াও আগামী সপ্তাহ থেকে এই স্মার্টওয়াচের বিক্রি সারা ভারতে চালু করা হবে। সারাদেশে ছড়িয়ে থাকা ক্রোমা, রিলায়েন্স ডিজিটাল এবং পুর্ভাবিকা মোবাইল থেকে এই স্মার্ট ওয়াচ আপনারা অফলাইনে কিনতে পারবেন।

এই নতুন স্মার্টওয়াচ Amazfit T-Rex এর ডিজাইন অত্যন্ত সুন্দর। এই স্মার্টওয়াচে ১৪টি স্পোর্টস মোড দেওয়া হয়েছে যার মধ্যে ইনডোর এবং আউটডোর গেমসহ সাইকেলিং সামিল রয়েছে। এই স্মার্টওয়াচে ১.৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যার রেজোলিউশন ৩৬০×৩৬০ পিক্সেল। এছাড়াও এতে ১৬.৭ মিলিয়ন রং এর সাপোর্ট রয়েছে। এই স্মার্ট ওয়াচ আপনি ৩৯০ মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবেন। আপনি যদি লাগাতার জিপিএস চালু রাখেন তবুও আপনি ২০ ঘন্টার ব্যাকআপ পাবেন।

এই স্মার্টওয়াচে গ্লোনাস, পিপিজি অপটিক্যাল হার্ট রেট সেন্সর, অ্যাডভান্সড অ্যাক্টিভিটি ট্র্যাকার, এবং স্লিপ মনিটরিং সেন্সর রয়েছে। অ্যান্ড্রয়েড ৫.০ এবং আইওএস ১০.০-র উপরের সমস্ত ভার্সনে এটি সাপোর্ট করবে। এটি ওয়াটারপ্রুফও বটে, এবং এই স্মার্টওয়াচে ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য 5ATM রেটিং রয়েছে। এছাড়াও এই স্মার্টওয়াচে সোনির জিপিএস চিপসেট রয়েছে। এবং আপনারা Amazfit T-Rex তে পাবেন সিলিকন স্ট্র্যাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *