১৫০০ টাকার কমে লঞ্চ হল Boat Rockerz 255 Pro+ ওয়্যারলেস নেকব্যান্ড ইয়ারফোন

জনপ্রিয় অডিও প্রোডাক্ট নির্মাতা Boat ভারতে তাদের নতুন ওয়্যারলেস নেকব্যান্ড ইয়ারফোন Rockerz 255 Pro+ লঞ্চ করলো। ২ হাজার টাকার কমে লঞ্চ হওয়া এই ইয়ারফোনে বেশ কয়েকটি প্রিমিয়াম ফিচার পাওয়া যাবে। যেমন বোট রকার্য ২৫৫ প্রো প্লাস IPX7 ওয়াটার রেসিস্টেন্স ফিচার সহ এসেছে। আবার এতে Qualcomm aptX Bluetooth codec সাপোর্ট করবে। পাশাপাশি এটি একবার চার্জে ৪০ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেওয়া হবে।

Boat Rockerz 255 Pro+ এর দাম

বোট রকার্য ২৫৫ প্রো প্লাস এর দাম রাখা হয়েছে ১,৪৯৯ টাকা। তবে ভবিষ্যতে এর দাম আরও বাড়ানো হতে পারে বলে কোম্পানি জানিয়েছে। বোটের অনলাইন স্টোর ছাড়াও এই ওয়্যারলেস নেকব্যান্ড ইয়ারফোনটি আপনি বড় বড় ই-কমার্স সাইট থেকে কিনতে পারবেন। এটি তিনটি কালারে পাওয়া যাবে – অ্যাক্টিভ ব্ল্যাক, নেভি ব্লু ও টিল গ্রীন।

Boat Rockerz 255 Pro+ স্পেসিফিকেশন, ফিচার

বোট রকার্য ২৫৫ প্রো প্লাস ১০মিমি ড্রাইভার সহ লঞ্চ হয়েছে। এতে SBC এবং AAC Bluetooth codecs সাপোর্ট করবে। এছাড়াও দ্রুত ডিভাইসের সাথে কানেক্ট করার জন্য এতে আছে ব্লুটুথ ৫ কানেক্টিভিটি। আবার এতে রয়েছে Qualcomm cVc এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন ফিচার, যা কলের সময় ভয়েস পারফরম্যান্স উন্নত করবে।

বোট জানিয়েছে, তাদের এই ইয়ারফোন ১০ মিনিট চার্জ করলে ১০ ঘণ্টা প্লে ব্যাক দেবে। আবার ফুল চার্জে এটি ৪০ ঘন্টা ব্যাকআপ অফার করবে। এতে ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ইউএসবি টাইপ সি পোর্ট আছে। এটি IPX7 রেটিং প্রাপ্ত হওয়ায়, হালকা জল লাগলেও সঠিকভাবে কাজ করবে। আবার এতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন