Vivo Pad নামে আসছে ভিভোর আপকামিং ট্যাবলেট, থাকবে শক্তিশালী ব্যাটারি

স্মার্টফোনের পর এবার ট্যাবলেট ডিভাইস! আর কয়েকমাসের মধ্যেই Vivo বাজারে ট্যাব আনতে চলেছে। মে’র শেষান্তে এক অনলাইন রিপোর্টে এমনই দাবি করা হয়। সেইসঙ্গে সামনে, পিছনে, ও সাইডে ট্যাবের সম্পূর্ণ ডিজাইন স্কেচও ফাঁস হয়ে যায়। শুধু তাই নয়, সম্প্রতি Vivo-র ওই প্রত্যাশিত ট্যাবটি TUV Rheinland অথরিটির ছাড়পত্র লাভ করে। তবে Vivo-র ওই ট্যাব কী নামে আসতে চলেছে, সেই কৌতুহলের এবার অবসান হয়ে গেল। রিপোর্ট বলছে, ভিভো ইউরোপীয় ইউনিয়নের ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিস (ইইউআইপিও)-এ ট্যাবটির ট্রেডমার্ক বা নামের সত্ব দায়ের করেছে। যা দেখার পর স্পষ্ট, এটি Vivo Pad নামে আসতে চলেছে।

Vivo Pad নাম European Union Intellectual Property Ofiice (EUIPO)-তে রেজিস্টার করা হল

‘ভিভো প্যাড,’ট্রেডমার্ক সর্ম্পকিত নথিপত্রের দিকে তাকালই দেখা যাবে, ইইউআইপিও-তে ভিভো এই নামেই ট্যাবটি রেজিস্টার করেছে। গত ১৮ জুন ভিভো ট্রেডমার্ক ফাইলিং করেছিল। ইইউআইপিও থেকে কেবল এই তথ্যগুলিই সামনে এসেছে।

Vivo Pad পেল TUV Rheinland এর সার্টিফিকেশন

ভিভো প্যাড ট্যাবলেটে পাওয়ার ব্যাকআপের জন্য ৮,০৪০ এমএএইচ ব্যাটারি থাকবে। টিইউভি রাইনল্যান্ড ভিভো প্যাড ট্যাবের এই ব্যাটারিকে ৮ জুন সার্টিফিকেশন দিয়েছিল।

Vivo Pad এর ডিজাইন

ভিভো প্যাড এর ডিজাইন যে ফাঁস হয়েছে সে কথা আমরা প্রথমেই বলেছি। ভিভোর আসন্ন ট্যাবলেট বা ভিভো প্যাড ফুল-স্ক্রিন ডিসপ্লে সহ আসবে। ভিভো প্যাড ট্যাবলেটে ডুয়াল-ক্যামেরা সহ এলইডি ফ্ল্যাশ থাকবে। ক্যামেরা মডিউলের আকৃতি আয়তকার। পাওয়ার বাটন ডানদিকে এলং ভলিউম আপ-ডাউন কী ভিভো প্যাডের বামদিকে থাকবে।

Vivo Pad কবে লঞ্চ হতে পারে

Vivo Pad ট্যাবলেটটি Vivo X60 Pro+ স্মার্টফোনের লঞ্চ ইভেন্টে ঘোষণা করা হবে বলে আশা করা হয়েছিল। যদিও সেরকম কিছু দেখা যায়নি। সেক্ষেত্রে বছরের দ্বিতীয়ার্ধে Vivo Pad বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন