অন্যান্য প্রোডাক্টের সাথে এবার বাড়িতে মদ ডেলিভারি করবে অ্যামাজন ও বিগবাস্কেট

Avatar

Published on:

এবার ই-কমার্স জায়ান্ট Amazon সরবরাহ করবে সুরা। হ্যাঁ, ঠিকই পড়েছেন। রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে ভারতে তথা পশ্চিমবঙ্গে অ্যালকোহল সরবরাহের ছাড়পত্র পেয়েছে অ্যামাজন। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে রাজ্যের মদ ব্যবসা পরিচালনার জন্য অনুমোদিত সংস্থা “ওয়েস্টবেঙ্গল স্টেট বেভারেজ কর্পস (BevCo)” দুটি কোম্পানিকে অনলাইনে অ্যালকোহল রিটেল করা এবং হোম ডেলিভারি করার অনুমোদন দিয়েছে। অ্যামাজন ছাড়াও অন্য যে সংস্থাটি এই ছাড়পত্র পেয়েছে সেটি হল চীনা গোষ্ঠী আলিবাবা সমর্থিত ভারতীয় অনলাইন গ্রোসারি অ্যাপ “BigBasket”। BevCo-র তরফে এই দুটি কোম্পানিকে এমপ্যানেলমেন্টের চুক্তিতে স্বাক্ষর করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
এ বিষয়ে অ্যামাজন অথবা বিগবাস্কেট, কেউই এখনো কোনো মন্তব্য করেনি।

IWSR ড্রিঙ্কস মার্কেট অ্যানালাইসিসের অনুমান থেকে মনে করা হচ্ছে, অ্যামাজন একটি সাহসী পদক্ষেপ নিতে চলেছে। কারণ পশ্চিমবঙ্গে অ্যালকোহল সরবরাহের জন্য সংস্থাটিকে প্রায় ২০৫ কোটি টাকা বিনিয়োগ করতে হচ্ছে। তবে এই পদক্ষেপটি আশ্চর্যজনক নয়। গত কয়েক বছর ধরে অ্যামাজনের মতো ই-কমার্স সাইটগুলি বিভিন্ন সেক্টরে প্রসারিত হচ্ছে। বিশ্বের দ্বিতীয়-জনবহুল দেশ ভারত অনলাইন শপিংয়ে অভ্যস্ত হয়ে পড়েছে। অ্যামাজন বিশেষত গ্রোসারি এবং ইলেকট্রনিক্স সরবরাহ করে, যার জন্য তারা ভারতে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

তবে অ্যামাজন অনলাইনে অ্যালকোহল বিক্রি করা প্রথম সংস্থা নয়। এর আগেই ভারতের দুই অনলাইন রেস্তোরাঁ Swiggy এবং Zomato, প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর খাবারের পাশাপাশি পশ্চিমবঙ্গে অ্যালকোহল সরবরাহ করে।

মার্চ মাসে দেশব্যাপী লকডাউন ঘোষণার সময় ভারত সরকার মদ বিক্রি নিষিদ্ধ করেছিল। তবে মে মাসে কিছু নিষেধাজ্ঞা হ্রাস পেতে শত শত লোক মদের দোকানে ভিড় করে। করোনাভাইরাস প্রাদুর্ভাবে সরকার মদের দোকানগুলিতে ভিড় কমানোর লক্ষে সরকার অনলাইনে অ্যালকোহল বিক্রি করার অনুমতি দিয়েছে।

সঙ্গে থাকুন ➥