টিভি, মিউজিকসহ একাধিক পরিষেবার দাম বাড়ালো Apple, ভারতে কত খরচ পড়বে

Avatar

Published on:

Apple increase Music TV and other subscription service charge

মূল্যবৃদ্ধির জ্বালায় রোজই নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। তবে এবার এই অস্বস্তিতে পড়তে চলেছে প্রিমিয়াম ডিভাইসপ্রেমীদের একটি শ্রেণীও। আসলে ‘অভিজাত’ টেক প্রোডাক্ট নির্মাতা Apple সম্প্রতি তার Apple TV+, Apple Music ইত্যাদি বেশিরভাগ সাবস্ক্রিপশন পরিষেবার দাম বাড়িয়েছে। যেহেতু এই ব্র্যান্ডের প্রোডাক্ট বা পরিষেবা এমনিতেই মূল্যবান, তাই এই দাম বাড়ার ঘটনা তাদের ইউজারদের ওপর বেশ প্রভাব ফেলবে বলে ধরে নেওয়া যায়। তবে স্বস্তির বিষয় হল যে, ভারতের বাজারে Apple-এর সাবস্ক্রিপশন সার্ভিসের দামে রদবদল হয়নি। অর্থাৎ এদেশের Apple ইউজাররা আগের (বিদ্যমান) দামেই Apple Music, Apple One বা Apple TV+ পরিষেবা ব্যবহার করতে পারবেন। তবে iPad, Apple Watch-এর প্রায় প্রতিটি মডেল – অন্যান্য দেশের তুলনায় ভারতে বেশি দামে বিক্রি উপলব্ধ।

হঠাৎ কেন পরিষেবা খরচ বাড়ানোর পদক্ষেপ নিল Apple?

এই দাম বাড়ার বিষয়ে ৯টু৫-ম্যাক (9to5Mac)-এর কাছে অ্যাপলের একজন মুখপাত্র ব্যাখ্যা করেছেন যে, অ্যাপল মিউজিকের মূল্য পরিবর্তিত হওয়ার কারণ এর লাইসেন্সিং খরচ বৃদ্ধি। যদিও এই মূল্যবৃদ্ধির ফলে, শিল্পী বা গীতিকাররা তাদের মিউজিক কন্টেন্ট স্ট্রিমিংয়ের জন্য আরও বেশি উপার্জন করবেন বলে তাঁর মত।

এবার অ্যাপল টিভি+ পরিষেবার দাম বৃদ্ধি সম্পর্কে ওই কর্মকর্তা বলেছেন, তারা খুব কম দামে পরিষেবাটি চালু করেছিলেন; কারণ শুরুতে এতে মাত্র কয়েকটি শো এবং সিনেমা উপলব্ধ ছিল। কিন্তু এখন, অ্যাপল টিভি+ বিশ্বের সবচেয়ে সৃজনশীল গল্পকারদের পুরস্কারপ্রাপ্ত এবং ব্যাপকভাবে প্রশংসিত সিরিজ, ফিচার ফিল্ম, ডকুমেন্টারি ইত্যাদি অ্যাক্সেস করার এবং বাচ্চা-পরিবার কেন্দ্রিক বিনোদন উপভোগ করার একটি বিস্তৃত আবাসস্থল।

কত দাম বেড়েছে Apple-এর সাবস্ক্রিপশন পরিষেবাগুলির?

মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপল মিউজিকের ইন্ডিভিজুয়াল প্ল্যানের দাম এখন ১০.৯৯ ডলার এবং ফ্যামিলি প্ল্যানের দাম ১৬.৯৯ ডলার৷ উভয় প্ল্যানেরই দাম যথাক্রমে ১ ডলার (৮২.৭২ টাকা) এবং ২ ডলার (১৬৫.৪৫ টাকা) বাড়িয়েছে সংস্থা। অন্যদিকে অ্যাপল টিভি+ পরিষেবার বর্তমান দাম ৬.৯৯ ডলার। সেক্ষেত্রে আপাতত ভারতে এই জনপ্রিয় সাবস্ক্রিপশন পরিষেবাগুলির দাম না বাড়ালেও, আগামীদিনে এদেশে এগুলির দাম একই থাকবে কিনা সেটাই দেখার বিষয়…

সঙ্গে থাকুন ➥