করোনার জেরে ১৭ হাজার টাকা পর্যন্ত দাম কমলো iPhone 11 সিরিজের

Avatar

Published on:

বিশ্বজুড়ে লকডাউনের কারণে স্মার্টফোন মার্কেটে রীতি মত ধস নেমেছে। একধাক্কায় স্মার্টফোন বিক্রি ২০ শতাংশের বেশি কমে গেছে। বিশেষজ্ঞদের মতামত গত দশ বছরের মধ্যে সবচেয়ে কম স্মার্টফোন বিক্রি হবে এবছরে। এদিকে স্মার্টফোন বিক্রি কমে যাওয়ায় Apple তাদের iPhone 11 সিরিজের দাম কমালো। যদিও এই দাম চীনে কমেছে।

MyDrivers এর রিপোর্ট অনুযায়ী, চীনের অনেক ই-কমার্স সাইট আইফোন ১১ এর দাম ৫০০ থেকে ১,৬০০ ইউয়ান পর্যন্ত দাম কমিয়ে দিয়েছে। এর অর্থ প্রায় ৫,০০০ টাকা থেকে ১৭,০০০ টাকা দাম কমেছে। আপনাকে জানিয়ে রাখি অ্যাপল আইফোন ১১ সিরিজে তিনটি ফোন আছে, যেগুলি হল- iPhone 11, iPhone 11 Pro এবং iPhone 11 Pro Max ।

চীনে iPhone 11 এর দাম :

রিপোর্ট অনুযায়ী, চীনে আইফোন ১১ (৬৪ জিবি) এর দাম ৪,৯৯৯ ইউয়ান (প্রায় ৫৩,৯০০ টাকা)। এর টপ ভ্যারিয়েন্ট আইফোন ১১ প্রো ম্যাক্স (৫১২ জিবি) এর দাম ১১,০৯৯ ইউয়ান (১,১৯,৬০০ টাকা)। এদিকে ভারতে আইফোন ১১ এর দাম ৬৮,৩০০ টাকা। আবার আইফোন ১১ প্রো ম্যাক্সের টপ ভ্যারিয়েন্টের দাম ১,৫০,৮০০ টাকা।

ভারতেও কি কমবে দাম :

চীন অ্যাপলের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। করোনার ভাইরাস কে ঠেকিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে চীন। তাই অ্যাপল এখানে প্রোডাক্টের দাম কমিয়ে দ্রুত ব্যবসা বাড়াতে চাইছে। এছাড়াও কোম্পানি চাইছে আইফোন ১১ এর স্টক শেষ করতে। কারণ কয়েকমাস পরেই iPhone 12 সিরিজ লঞ্চ হবে। এদিকে ভারতে এখনই আইফোন ১১ সিরিজের দাম কমার সম্ভাবনা নেই বলেই মনে করছে মার্কেট বিশেষজ্ঞরা।

সঙ্গে থাকুন ➥