Ducati SuperSport 950 BS6: আগামীকাল ভারতে পা রাখবে ৯৭৩ সিসি-র এই বাইক

Published on:

আগামীকাল ভারতে পা রাখছে Ducati-র ফ্ল্যাগশিপ বাইক SuperSport 950 BS6। সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলির মাধ্যমে এমনটাই ঘোষণা করেছে ডুকাটি কর্তৃপক্ষ। প্রসঙ্গত, ইতিমধ্যেই আর্ন্তজাতিক বাজারে আত্মপ্রকাশ করেছে Ducati SuperSport 950-এর Euro5 (BS6-এর সমতুল্য) ভ্যারিয়েন্ট। ভারতীয় ক্রেতাদের কথা মাথায় রেখে হালে বিদেশের বাজারে লঞ্চ করা বাইকগুলিকে এ দেশে নিয়ে আসার প্রবণতা বেড়েছে। Ducati SuperSport 950-এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

ডুকাটি সুপারস্পোর্টস ৯৫০, কোম্পানির অন্যান্য বাইকের মতো স্ট্যান্ডার্ড ও এস ভ্যারিয়েন্টে উপলব্ধ। প্রিমিয়াম এস ভ্যারিয়েন্টে ফুল-অ্যাডজাস্টেবল Ohlins সাসপেনশন এবং প্যাসেঞ্জার সিট কভার অতিরিক্ত হিসেবে পাওয়া যায়। এছাড়া উভয় ভ্যারিয়েন্টে রয়েছে ৯৭৩ সিসি-র এল-টুইন, লিকুইড কুল্ড ইঞ্জিন।

ডুকাটি সুপারস্পোর্টস ৯৫০-এর ইঞ্জিন ৯,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১০৮.৬ বিএইচপি শক্তি ও ৬,৫০০ আরপিএম গতিতে সর্বাধিক ৯৩ এনএম টর্ক উৎপাদনে সক্ষম। ইঞ্জিনকে যোগ্য সঙ্গত দেওয়ার জন্য রয়েছে সিক্স-স্পিড গিয়ারবক্স সিস্টেম। টুইন পড ফুল-এলইডি হেডলাইট রয়েছে ডুকাটি সুপারস্পোর্টস ৯৫০ বাইকে।

Ducati SuperSport 950-এর ডিজাইনে Panigale V4-এর ছাপ স্পষ্ট৷ ফেয়ারিংয়ের ক্ষেত্রেও চোখে পড়বে স্টাইলিং আপগ্রেড। যার ফলে পুরনো মডেলের থেকে এখন আরও স্পোর্টি লুকস পেয়েছে Ducati SuperSport 950। সিঙ্গেল-সাইডেড সুইংআর্ম, ট্রেলিস ফ্রেম, রেইজড্ হ্যান্ডেলবার, থ্রি-স্পোক Y অ্যালুমিনিয়াম হুইল এবং Pirelli Diablo Rosso 3 টায়ার বাইকটির ফিচারগুলির মধ্যে উল্লেখযোগ্য।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥