Silai Machine Yojana Fact Check: গরীব মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন দিচ্ছে নরেন্দ্র মোদীর সরকার?

Avatar

Published on:

Silai Machine Yojana Fact Check

ভারতে বেশির ভাগ জালিয়াতি হয় চাকরি বা প্রকল্পের নামে। প্রায় প্রতিদিন সরকারি প্রকল্পের নামে ভুয়ো সাইট তৈরি করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়। সাধারণ মানুষরা জালিয়াতদের কথা বিশ্বাস করেন এবং তারপর তারা প্রতারিত হন। সম্প্রতি এমনই একটি ভুয়ো প্রকল্পের কথা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে। সরকার বিনামূল্যে সেলাই মেশিন (Free Silai Machine Yojana 2023) দিচ্ছে। এই প্রকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও ব্যবহার করা হচ্ছে।

Free Silai Machine Yojana 2023 নামে চলছে ভুয়ো প্রকল্পের প্রচার

বিনামূল্যে সেলাই মেশিন প্রকল্পের জন্য জালিয়াতরা কিছু শর্তও দিয়েছে, যেখানে বলা হচ্ছে যে শুধুমাত্র ২০ থেকে ৪০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়া এই স্কিমের সুবিধা নিতে হলে নারীদের আর্থিক ভাবে দুর্বল হতে হবে এবং স্বামীর আয় মাসে ১২ হাজার টাকার কম হতে হবে।

সতর্ক করল PIB এর ফ্যাক্ট চেক বিভাগ

তবে এধরনের কোনো প্রকল্প বাস্তবে নেই। সরকার এধরনের কোনো প্রকল্প নিয়ে আসেনি। সরকারী সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) ফ্যাক্ট চেক বিভাগ এটিকে ভুয়ো বলে জানিয়েছে। পিআইবি টুইটারে একটি পোস্টে বলেছে যে কেন্দ্রীয় সরকার এই জাতীয় কোনও প্রকল্প নিয়ে আসেনি। ফলে কেউ এধরনের কোনো বার্তা বিশ্বাস করবেন না।

সঙ্গে থাকুন ➥