Google Chrome-এ আসছে নতুন ফিচার, অতিরিক্ত সুরক্ষার পাশাপাশি মিলবে অবাঞ্ছিত নোটিফিকেশন থেকে রেহাই

Avatar

Published on:

একথা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না যে, টেক জায়েন্ট Google (গুগল)-এর Chrome (ক্রোম) গোটা বিশ্বে সর্বাধিক ব্যবহৃত তথা বহুল জনপ্রিয় ওয়েব ব্রাউজার। বিশ্বজুড়ে কোটি কোটি ইউজার প্রতিনিয়তই এটি ব্যবহার করে থাকেন। আর এই বিপুল ব্যবহারের কারণে প্রায়শই হ্যাকাররা এই সার্চ ইঞ্জিনটিকে টার্গেট করে ব্যবহারকারীদেরকে সাইবার জালিয়াতির ফাঁদে ফেলার চেষ্টা করে। তবে ইউজারদের সুবিধার্থে Google-ও নিত্যনতুন ফিচার রোলআউট করে তাদের এই ব্রাউজারটিকে নিরাপত্তার দিক থেকে উন্নত করার সর্বক্ষণ চেষ্টা চালিয়ে যায়। সেক্ষেত্রে সম্প্রতি Chrome-এর জন্য সংস্থাটি এমনই একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে বলে খবর পাওয়া গেছে।

9to5Google-এর রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গুগল বর্তমানে তার ব্রাউজার ক্রোমের জন্য নতুন নোটিফিকেশন ব্লকিং (Notification Blocking) ফিচার নিয়ে কাজ করছে। এটি ব্যবহারকারীকে অবাঞ্ছিত এবং স্প্যাম নোটিফিকেশনগুলির হাত থেকে মুক্তি পেতে সহায়তা করবে। আসলে, গুগল ক্রোমে কোনো ওয়েবসাইট ওপেন করার সময় প্রায়শই একাধিক পপ-আপ স্ক্রিনে প্রদর্শিত হতে থাকে। যদিও এগুলিতে মূলত ইউজারদেরকে কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে অবগত করার জন্য পারমিশন চাওয়া হয়ে থাকে, তবে অত্যাধুনিক প্রযুক্তির কল্যাণে এখন সব জায়গাতেই হ্যাকাররা পেতে রেখেছে সাইবার জালিয়াতির ফাঁদ। ব্যবহারকারীদেরকে প্রতারণার জালে ফাঁসাতে স্ক্যামাররা ক্ষতিকারক ম্যালওয়্যারযুক্ত লিঙ্ক পপ-আপ নোটিফিকেশনের আকারে প্রেরণ করে৷ আর এর পরের ঘটনাটি নিশ্চয়ই আপনারা সকলেই আন্দাজ করতে পারছেন!

ইউজাররা জেনেশুনে কিংবা নিছক ভুলবশত এই ধরনের লিঙ্কগুলিতে ক্লিক করে পারমিশন মঞ্জুর করে ফেললেই ক্ষতিকারক ম্যালওয়্যার ব্যবহারকারীদের ডিভাইসে প্রবেশ করে। এর ফলে ইউজারদের ল্যাপটপ, কম্পিউটার, কিংবা ফোনে মজুত থাকা যাবতীয় ডেটা চুরি যাওয়ার সমূহ সম্ভাবনা তো রয়েইছে, উপরন্তু ডিভাইসে ক্ষতিকারক ম্যালওয়্যার অনুপ্রবেশের কারণে জরুরি ফাইল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও থেকে যায়। তাই এই সমস্যার হাত থেকে ইউজারদেরকে মুক্তি দিতেই সম্প্রতি এই নতুন ফিচারটিকে নিয়ে কাজ করা শুরু করেছে গুগল।

রিপোর্ট অনুযায়ী, যে সকল ওয়েবসাইটে পপ-আপ প্রদর্শনের মাধ্যমে ইউজারদের কাছ থেকে অবাঞ্ছিত পারমিশন চাওয়া হয়, সেই সমস্ত বিপজ্জনক ওয়েবসাইটের নোটিফিকেশন এবার থেকে স্বয়ংক্রিয়ভাবে ব্লক করে দেবে Google। এর ফলে ব্যবহারকারীদেরকে আর আলাদাভাবে এটি ব্লক করার প্রয়োজন পড়বে না। আর Google-এর এই পদক্ষেপের সুবাদে ইউজাররা অসাবধানতাবশত কোনো নোটিফিকেশনে ক্লিক করে ফেললেও সংশ্লিষ্ট ওয়েবসাইটটি ব্যবহারকারীদের কাছ থেকে কোনো পারমিশন পাবে না। এর ফলে Chrome ব্রাউজার মারফত সাইবার জালিয়াতির পাশাপাশি যে অনেকটাই কমবে, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।

সঙ্গে থাকুন ➥