Google Pixel 6 Pro ফোনে থাকবে বড় ডিসপ্লের সাথে ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, প্রকাশ্যে রেন্ডার

Avatar

Published on:

হালফিলে Google Pixel 6 ও Google Pixel 6 Pro সিরিজ স্মার্টফোন দুনিয়ায আলোচনার মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ গত সপ্তাহে, টিপস্টার জন প্রোসার (Jon Prosser)-এর শেয়ার করা রেন্ডার Pixel 6 সিরিজ নিয়ে জল্পনায় নতুন মাত্রা যোগ করে৷ এক সপ্তাহ না যেতেই Pixel 6 Pro-এর নতুন রেন্ডার এসে হাজির হল৷ এবার Digit-এর সাথে হাত মিলিয়ে অনলিকস (OnLeaks) নামে বেশি পরিচিত জনপ্রিয় টিপস্টার ক্রিস হেমারস্টোফার (Chris Hemmerstoffer, Pixel 6 Pro-এর CAD রেন্ডার শেয়ার করেছেন৷ টিপস্টার জানিয়েছেন, জন প্রোসারের রেন্ডারগুলি ঠিকঠাকই ছিল, কিন্তু সেগুলি সম্পুর্ণ ত্রুটিহীন নয়৷ তাই তাঁর নতুন CAD রেন্ডারগুলি Pixel 6 Pro কেমন দেখতে হবে, তার স্পষ্ট ও নির্ভুল চিত্র ফ্যানদের কাছে সরবরাহ করবে৷

Google Pixel 6 Pro-এর CAD রেন্ডারে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে দেখানো হয়েছে৷ স্ক্রিনের সাইজ ৬.৭ ইঞ্চি, তবে এটি হাই রিফ্রেশ রেট অফার করবে কি না, তা জানা যায়নি৷ অ্যামোলেড প্যানেলটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসতে পারে৷ স্ক্রিনের চারদিকে স্লিম বেজেলের কারণে এটি হাই স্ক্রিন-টু-বডি অনুপাত অফার করবে। 

Google Pixel 6 Pro-এর আয়তন ১৬৩ x ৭৫.৮ x ৮.৯ মিমি (ক্যামেরা বাম্প ধরলে ১১.৫ মিমি)৷ ফোনটির রিয়ার প্যানেলে ডুয়াল টোন কালার দেখা যাবে৷ এর ট্রিপল ক্যামেরার ওপর দিয়ে হরিজন্টাল স্ট্রাইপ রয়েছে৷ ক্যামেরা মডিউলে এলইডি ফ্ল্যাশ ও অল্পসংখ্যক সেন্সর, মাইক, মেইন ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং একটি অজানা ক্যামেরা সেন্সর আছে৷

এছাড়া, গুগল পিক্সেল ৬ প্রো-র ওপর ও নিচের দিকে স্পিকার রয়েছে৷ ফলে এটি স্টিরিও অডিও আউটপুট অফার করবে৷ ফোনে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকতে পারে৷ পিক্সেল ৬ সিরিজে গুগল হোয়াইটচ্যাপেল কোড নামের নিজস্ব চিপ ব্যবহার করতে পারে বলেও জল্পনা রয়েছে৷

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥