বাড়ছে বৈদ্যুতিক যানের চাহিদা, অক্টোবর পর্যন্ত 50 হাজারের বেশি Hero Electric-এর ই-স্কুটার বিকলো

Avatar

Published on:

নভেম্বর শুরু হওয়ার আগেই হিরো ইলেকট্রিক (Hero Electric)-এর বৈদ্যুতিক স্কুটার বিক্রি ৫০,০০০ ছাড়িয়ে গেল। একটি প্রেস বিবৃতিতে সংস্থার তরফে জানানো হয়েছে, বর্তমান অর্থবর্ষে বিপুল চাহিদার কারণে এত তাড়াতাড়ি এই নজির সৃষ্টি করতে পেরেছে তারা।

২০২১-এর অক্টোবরে দেশে ৬,৩৬৬টি ইলেকট্রিক স্কুটার বিক্রি করেছে হিরো। তুলনাস্বরূপ, গত বছরের অক্টোবরে মাত্র ৩১৪ ইউনিট টু-হুইলার বিক্রি হয়েছিল। অক্টোবর পর্যন্ত সংস্থার মোট বিক্রিত বৈদ্যুতিক স্কুটারের সংখ্যা দাঁডিয়েছে ৫০,৩৩১।

এই মাইলফলক অর্জন করা সম্পর্কে হিরো ইলেকট্রিকের সিইও সোহিন্দার গিল বলেছেন, “৫০,০০০ মডেল ডেলিভারি দিয়ে আমরা খুশিতে মেতে উঠেছি। কিন্তু, ১৬,৫০০ জন ক্রেতাকে ওয়েটলিস্টে রাখার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। ডেলিভারি পাওয়ার জন্য তাঁদের আরও কয়েকসপ্তাহ অপেক্ষা করতে হতে পারে।

হিরো ইলেকট্রিকের এখন লক্ষ্য, আগামী পাঁচ বছরে ই-স্কুটার বিক্রি দশ লাখের ঘরে নিয়ে যাওয়া। সে জন্য ইতিমধ্যেই নতুন পণ্য বাজারে আনার পাশাপাশি সেলস টাচপয়েন্ট বাড়ানোর পরিকল্পনা নিয়েছে তারা।

সঙ্গে থাকুন ➥