খুব সহজে রিলায়েন্স জিও, ভোডাফোন ও এয়ারটেলে আসা স্প্যাম কল ও SMS কিভাবে বন্ধ করবেন

Avatar

Published on:

এখনকার দিনে আমরা প্রায় সবার ফোনেই টেলিমার্কেটিং এবং স্প্যাম কল আসে। কখনো ঘুমের সময় বা কখনো জরুরি কোনো কাজের সময় আসা এই কল খুবই বিরক্তিজনক। আর সেকারণেই আজ আমরা রিলায়েন্স জিও, ভোডাফোন ও এয়ারটেলের DND বা ডু নট ডিস্টার্ব পরিষেবা সম্পর্কে বলবো। এই পরিষেবায় আপনি এই ধরণের কল ও এসএমএসগুলি আসা বন্ধ করতে পারবেন।

রিলায়েন্স জিও গ্রাহকরা এভাবে সক্রিয় করুন DND :

এরজন্য সর্বপ্রথম My Jio অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপরে লগইন করতে হবে।

এরপর ডান দিকে কোণায় আইকনে ক্লিক করতে হবে।

এখানে সেটিং মেনু দেখতে পাবেন। এখানে ক্লিক করলে DND অপশন পাবেন।

এখানে ক্লিক করলেই ডিএনডি সক্রিয় হয়ে যাবে।

ভোডাফোনে SMS বা কলের মাধ্যমে ভাবে সক্রিয় করুন DND :

এসএমএসের মাধ্যমে DND পরিষেবা এক্টিভ করতে আপনাকে মেসেজে লিখতে হবে START 0 তারপর মেসেজটিকে পাঠাতে হবে ১৯০৯ নাম্বারে। এছাড়াও কল করেও আপনি ডিএনডি পরিষেবা এক্টিভ করতে পারেন। এরজন্য আপনাকে ১৯০৯ নম্বরে কল করতে হবে।

ভোডাফোন ওয়েবসাইট থেকে :

প্রথমে আপনাকে ভোডাফোনের ওয়েবসাইটে গিয়ে ডিএনডি পেজে যেতে হবে।

এরপর আপনার নাম, ইমেল আইডি ও মোবাইল নম্বর এন্টার করতে হবে।

এখানে আপনাকে Full DND তে সম্মতি দিয়ে ক্যাপচা এন্টার করতে হবে।

এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

এয়ারটেল ওয়েবসাইট থেকে :

প্রথমে এয়ারটেল ওয়েবসাইটে গিয়ে ডিএনডি পেজে যেতে হবে।

এরপর ‘এয়ারটেল মোবাইল সার্ভিস’ অপশনে ক্লিক করতে হবে।

এরপর এয়ারটেল নম্বর এন্টার করে ‘গেট ওটিপি’ বাটনে ক্লিক করতে হবে ।

ওটিপি সাবমিট করার পর ‘স্টপ অল’ এ সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

সঙ্গে থাকুন ➥