রিলায়েন্স জিও গ্রাহকরা My Jio অ্যাপের মাধ্যমে প্রিপেড ও ডেটা প্ল্যান কিভাবে অ্যাক্টিভ করবেন জানুন

Avatar

Published on:

দেশের ৩০ কোটির ও বেশি গ্রাহক Reliance Jio এর দখলে। কোম্পানি গ্রাহকরা তাদের বর্তমান প্ল্যান শেষ হওয়ার আগেই মোবাইল নম্বর রিচার্জ করার সুযোগ দেয়। যখন পুরোনো প্ল্যানের ভ্যালিডিটি শেষ হয়ে যায় গ্রাহকরা রিচার্জ করে রাখা প্ল্যানটি অ্যাক্টিভ করতে পারে। এরজন্য তাদের কে My Jio অ্যাপ ব্যবহার করতে হবে। এত গেল প্ল্যানের কথা, কোম্পানি এখন কিছু গ্রাহককে দিনে ২ জিবি করে ডেটা ৪ দিনের জন্য দিচ্ছে। এই ডেটা প্যাককেও My Jio অ্যাপের মাধ্যমে অ্যাক্টিভ করতে হবে।

এমনকি জিও গ্রাহকরা বর্তমান প্ল্যানের সাথে আলাদা ভাবে ডেটা প্যাক ও ব্যবহার করতে পারে। ধরুন আপনি ৪৪৪ টাকার জিও প্ল্যান ব্যবহার করেন। এতে প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যায়। কিন্তু ধরুন আপনার দৈনিক ডেটা শেষ হয়ে গেল। এইসময় আপনি ডেটা প্যাক ব্যবহার করতে পান। এইখানেও আপনাকে My Jio অ্যাপে গিয়ে ডেটা প্যাক অ্যাক্টিভ করতে হবে। তাহলে আসুন কিভাবে মাই জিও অ্যাপের মাধ্যমে প্রিপেড ও ডেটা প্যাক অ্যাক্টিভ করতে হয় জেনে নিই।

সবার প্রথমে গুগল প্লে স্টোর বা আইওএস অ্যাপ স্টোর থেকে My Jio অ্যাপ ডাউনলোড করতে হবে।

এরপর আপনার নম্বর ব্যবহার করে অ্যাপে লগ ইন করুন।

My Jio অ্যাপে My Account সেকশন দেখতে পাবেন। এখানে গিয়ে ভিউ ডিটেইল এ ক্লিক করুন।

এরপর আপনার প্ল্যানটি সিলেক্ট করে অ্যাক্টিভ করুন।

আবার কোনো ভাউচার প্যাক থাকলে আপনি My Voucher সেকশন থেকে তাকে সক্রিয় করতে পারবেন।

কোনো প্যাক সক্রিয় করার পর আপনি মাই জিওর হোম পেজে Check Usage বিকল্পে ক্লিক করলে সে সম্পর্কে জানতে পারবেন।

সঙ্গে থাকুন ➥