WhatsApp-এ ডিলিট মেসেজ কী পড়া যায়? চ্যাট হিস্ট্রি কখন রিস্টোর হয় না?

Avatar

Published on:

এখনকার দিনে ফোন করার চল অনেকটা কমে গেছে বললেই চলে। কাউকে কিছু বলার প্রয়োজন হলে ফোন করার চাইতে মেসেজ করার কথাই আমাদের সবার আগে মনে আসে। আর মেসেজের জন্য যে প্ল্যাটফর্মটি ব্যবহারের কথা বিশ্বব্যাপী সকলের মাথায় সবার প্রথমে আসে, তা হল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। কাজের প্রয়োজনে বা নিতান্ত ঘরোয়া কথাবার্তার জন্য রোজ শতাধিক মেসেজ এই প্ল্যাটফর্মটির মারফত করা হয়ে থাকে। এবং একটানা অনেকক্ষণ মেসেজ করতে করতে লেখায় কিছু ভুল হওয়া বা ভুলবশত যাকে পাঠাতে চাইছি তার বদলে অন্য কারোর কাছে মেসেজ চলে যাওয়ার মতো ঘটনাগুলি আমাদের সকলের সাথেই ঘটে। ফলে হোয়াটসঅ্যাপে উপলব্ধ একটি ফিচারের সৌজন্যে আমরা তৎক্ষণাৎ সেই মেসেজটি ডিলিট করে দিই।

কিন্তু এই ডিলিট হয়ে যাওয়া মেসেজটি যদি আপনি পড়তে চান, তাহলে কী করতে হবে তা আমাদের অনেকেরই অজানা। জানিয়ে রাখি, ডিলিট করে দেওয়া মেসেজটি রিসিভাররা তখনই পড়তে পারবেন যদি তারা অ্যাপটি খোলার আগে নোটিফিকেশনটি একবার দেখেন; অন্যথায় মুছে ফেলা WhatsApp মেসেজগুলি পুনরুদ্ধার (retrieve) বা পড়ার অন্য কোনও উপায় নেই। এই প্রতিবেদনে আমরা WhatsApp-এর মেসেজ ডিলিট সম্পর্কিত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব।

• পাঠানোর পর কীভাবে WhatsApp-এ কোনো মেসেজ ডিলিট করবেন

মেসেজ সেন্ড করার পর প্রেরক ‘Delete for everyone’ বিকল্পটি ব্যবহার করে মেসেজটি ডিলিট করে দিলেই রিসিভার আর সেটি দেখতে পাবেন না।

• কীভাবে ডিলিট করে দেওয়া হোয়াটসঅ্যাপ মেসেজগুলি পড়া সম্ভব

ডিলিট করে দেওয়া WhatsApp মেসেজগুলি পড়ার বা পুনরুদ্ধার করার কোনো অফিসিয়াল উপায় নেই। তবে WAMR এর মতো কয়েকটি থার্ড-পার্টি অ্যাপ রয়েছে, যেগুলির সাহায্যে আপনি ডিলিট হয়ে যাওয়া হোয়াটসঅ্যাপ মেসেজগুলি পুনরায় পড়তে পারবেন।

• কীভাবে হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি রিস্টোর করা যায়

এর জন্য নীচে উল্লিখিত স্টেপগুলি অনুসরণ করুন:

  • WhatsApp আনইনস্টল এবং পুনরায় ইনস্টল করুন।
  • WhatsApp ওপেন করে আপনার ফোন নম্বর ভেরিফাই করুন।
  • Google Drive থেকে আপনার চ্যাট এবং মিডিয়া রিস্টোর করতে ‘Restore’ বিকল্পটিতে ট্যাপ করুন।

• আইনগতভাবে কি হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি পাওয়া সম্ভব

হ্যাঁ, পরিষেবা সরবরাহকারী (service provider) সরবরাহ করলে হোয়াটসঅ্যাপ মেসেজগুলির একটি আইনি অনুলিপি (legal copy) আদালতে বৈধ।

• হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি রিস্টোর কেন হয় না

এটি নিম্নলিখিত কারণে হতে পারে:

  • আপনি যদি একই Google অ্যাকাউন্ট থেকে লগ ইন না করে থাকেন।
  • আপনি যে ফোন নম্বরটি ব্যবহার করছেন তা যদি ব্যাকআপ ক্রিয়েট করার জন্য ব্যবহৃত ফোন নম্বরের থেকে আলাদা হয়।
  • আপনার SD কার্ড বা চ্যাট হিস্ট্রি যদি কোরাপ্টেড হয়।

• মেসেজ সেন্ড করার পর কতক্ষণ পর্যন্ত সেটি ডিলিট করা সম্ভব

আপনি যদি WhatsApp-এ কোনো ব্যক্তিকে ভুলবশত কোনো মেসেজ পাঠান, বা মেসেজটি লিখতে গিয়ে কোনো ভুল হয়ে যায়, তাহলে মেসেজটি পাঠানোর এক ঘণ্টার মধ্যে আপনি সেটিকে ডিলিট করে ফেলতে পারবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥