Signal অ্যাপে কিভাবে অ্যানিমেটেড স্টিকার পাঠাবেন, দরকার নেই অন্য অ্যাপ ডাউনলোডের

Avatar

Published on:

ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হিসাবে বর্তমান দিনে Signal যে ব্যাপক জনপ্রিয় তা বলার অপেক্ষা রাখেনা। নতুন প্রাইভেসি পলিসিরি কারণে অনেকেই WhatsApp ছেড়ে সিগন্যাল ব্যবহার করতে শুরু করেছেন। গত দুই সপ্তাহে প্রায় ২৬৪ লক্ষ মানুষ এই অ্যাপটি ডাউনলোড করেছে বলে জানা গেছে। WhatsApp এর মত অধিক ফিচারের সুবিধা না থাকলেও, Signal অনেক মজাদার ফিচার আমাদের ব্যবহার করতে দেয়। যার মধ্যে একটি অবশ্যই অ্যানিমেটেড স্টিকারের সুবিধা। আসুন জেনে নিই সিগন্যালের মাধ্যমে কিভাবে অ্যানিমেটেড স্টিকার পাঠানো যায়।

Signal অ্যাপের মাধ্যমে কিভাবে অ্যানিমেটেড স্টিকার পাঠাবেন

অ্যানিমেটেড স্টিকার পাঠাতে WhatsApp এর মত এখানে কোনো থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করার দরকার নেই। আপনি অনলাইনে সার্চ করেই অ্যানিমেটেড স্টিকার পাঠাতে পারেন।

– প্রথমে Signal অ্যাপটি খুলুন।

– নতুন কোনো চ্যাট উইন্ডো ওপেন করুন।

– এবার টেক্সট বারের পাশের আইকনটির ওপর ট্যাপ করুন।

– এখানে আপনাকে GIF অপশন চয়ন করতে হবে।

– এবার নতুন একটি উইন্ডো খুলে যাবে। এখানে স্টিকারের ওপর ট্যাপ করতে হবে।

– এখানে আপনি যেকোনো ধরণের স্টিকার পেয়ে যাবেন।

– এবার পছন্দ অনুযায়ী স্টিকারকে পাঠাতে কেবল তার ওপর ট্যাপ করুন।

সঙ্গে থাকুন ➥