দাম ১৫০০ টাকার কম, Lava Probuds 21 ইয়ারফোন ৪৫ ঘন্টা ব্যাটারি লাইফ সহ লঞ্চ হল

Avatar

Published on:

ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডের বাজার ধরতে Lava-র নতুন সংযোজন Lava Probuds 21 ইয়ারফোন। এটি কম্প্যাক্ট ডিজাইনের সাথে এসেছে এবং লাইটওয়েট। শুধু তাই নয়, বাজেট ফ্রেন্ডলি এই নতুন ইয়ারফোনটি দীর্ঘ ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন Lava Probuds 21 ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Lava Probuds 21 ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতে লাভা প্রো বাডস ২১ ইয়ারফোনটির দাম ধার্য করা হয়েছে ১,৪৯৯ টাকা। তবে আগামী ২৪ মার্চ পর্যন্ত ১,২৯৯ টাকা অফার প্রাইসে পাওয়া যাবে নতুন ইয়ারফোনটি। লাভা স্টোর ছাড়াও ই-কমার্স সাইট অ্যামাজনের মাধ্যমে ক্রেতারা কিনতে পারবেন ইয়ারফোনটি। ব্ল্যাক ও হোয়াইট এই দুটি কালার অপশনে উপলব্ধ প্রো বাডস ২১। ইয়ারফোনটির সাথে পাওয়া যাবে বছরের রিপ্লেসমেন্ট ওয়্যারেন্টি এবং তিন মাসের জন্য গানা প্লাসের ফ্রী সাবস্ক্রিপশন।

Lava Probuds 21 ইয়ারফোনের স্পেসিফিকেশন ও ফিচার

স্টেম লাইক ডিজাইনের লাভা প্রো বাডস ২১ ইয়ারফোনটি একেবারে হালকা ওজনের এবং এর্গোনমিক্যাল সাউন্ড অডিও এক্সপেরিয়েন্স সরবরাহকারী। এছাড়া এতে রয়েছে সাউন্ড সেপারেশন, আনইন্টারাপ্টেড মিউজিক, কুইক চার্জিং, সিমলেস পেয়ারিংয়ের সুবিধা। তদুপরি, দ্রুত কানেক্টিভিটির জন্য এতে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ৫.১ ভার্সন।

শুধু তাই নয়, ইয়ারফোনটিতে গুগল এবং সিরি ভয়েস অ্যাসিস্টেন্ট সাপোর্ট করবে। এমনকি হাই কোয়ালিটি সাউন্ড প্লাস বেসের জন্য এটি ১২ এমএম ডাইনামিক ড্রাইভারের সাথে এসেছে। এর টাচ কন্ট্রোলের মাধ্যমে ব্যবহারকারী সহজেই ফোন কলের উত্তর দিতে পারবেন।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৬০ এমএইচ ব্যাটারি, যা ৯ ঘন্টা প্লেব্যাক টাইম অফার করতে সক্ষম। তবে এর চার্জিং কেসে রয়েছে ৫০০ এমএ এইচ ব্যাটারি ক্যাপাসিটি, যা অতিরিক্ত ৪৫ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বাড়াতে পারবে। ফাস্ট চার্জিং সাপোর্টসহ আসায় মাত্র কুড়ি মিনিট চার্জে তিন ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম সরবরাহ করবে Lava Probuds 21।

সঙ্গে থাকুন ➥