LinkedIn: ভুয়ো চাকরি করছেন না তো? বড়সড় জালিয়াতি ঘটনা সামনে এল

Avatar

Published on:

LinkedIn Recruitment Scam

অনলাইন স্ক্যাম এখন আর পাঁচটা স্বাভাবিক বিষয়ের মতই সাধারণ হয়ে দাঁড়িয়েছে। ভুয়ো কল, বিজ্ঞাপন ইত্যাদির মাধ্যমে তো বটেই, তাছাড়াও এই বেহাল অর্থনীতিতে চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে এবার এই ধরণের কেলেঙ্কারির শিকার হয়েছে প্রফেশনাল নেটওয়ার্কিং মেজর LinkedIn। হ্যাঁ ঠিকই পড়েছেন, কাজের সুযোগ আদান-প্রদানের জন্য জনপ্রিয় এই প্ল্যাটফর্মটিতে সম্প্রতি বিশ্বব্যাপী (পড়ুন বড়সড়) রিক্রুটমেন্ট অর্থাৎ নিয়োগ সংক্রান্ত স্ক্যামের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে যে LinkedIn-এ কিছু প্রতারক ভুয়ো কাজের অফার বা বিজ্ঞাপন দিচ্ছিলেন। তবে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসা মাত্রই এই ধরণের ব্যক্তিদের সরানো হয়েছে।

ভুয়ো কাজের অফার LinkedIn-এ

এই শিরোনামটি পড়লে অনেকেই হয়ত মনে করবেন যে, পরিচিত লিঙ্কডইন প্ল্যাটফর্মটিকে আর হয়ত কাজ পাওয়ার জন্য ভরসা করা যাবে না। কিন্তু ব্যাপারটা আদৌ এরকম নয়! ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী, স্ক্যামাররা মাইক্রোসফ্টের মালিকানাধীন এই নেটওয়ার্কিং সাইটে নিজেদের নিয়োগকর্তা হিসেবে দাবি করে অত্যন্ত চতুরভাবে কাজসন্ধানী মানুষজনকে বোকা বানানোর চেষ্টা করেছে। আর প্ল্যাটফর্মের নিয়ন্ত্রকরা বারংবার বিষয়টি নিয়ে সতর্ক করায় লিঙ্কডইন সাম্প্রতিক মাসগুলিতে কয়েক মিলিয়ন জাল অ্যাকাউন্ট ব্লক করার চেষ্টা করেছে।

ইউএস ফেডারেল ট্রেড কমিশন (FTC) সম্প্রতি বলেছে যে, গত বছর ২০২২ সালে পেশাদার নেটওয়ার্কিং প্ল্যাটফর্মটিতে ৯২,০০০টিরও বেশি চাকরি-সম্পর্কিত এবং ব্যবসা-সম্পর্কিত স্ক্যাম দেখা গেছে। এক্ষেত্রে প্রতারকরা পেশাদার অপারেটরের নামে ফোন কলের মাধ্যমে অত্যন্ত চতুরভাবে লিঙ্কডইন ইউজারদের বোকা বানিয়েছে।

অতএব লিঙ্কডইন হোক কিংবা অন্য কোনো প্ল্যাটফর্ম, উপার্জনের সুযোগ খুঁজতে গিয়ে সবসময় চোখ কান খোলা রাখুন। নইলে জালিয়াতির ফাঁদে পা দিতে পারেন।

সঙ্গে থাকুন ➥