মেড ইন ইন্ডিয়া Hero ইলেকট্রিক বাইক ইউরোপে পাড়ি দিল, চাপে চীনা কোম্পানিরা

Avatar

Published on:

দেশে তৈরি ইলেকট্রিক বাইক ভারতের সীমানা পেরিয়ে সুদূর ইউরোপ মহাদেশে পাড়ি জমাল। ভারতের হিরো মোটর কোম্পানি (Hero Motor Company) জানিয়েছে, হিরো সাইকেল (Hero Cycle) সফলভাবে তাদের ‘মেড ইন ইন্ডিয়া’ ইলেকট্রিক বাইকের প্রথম ব্যাচ ইউরোপে ডেলিভারি করেছে।

ইউরোপের দেশগুলিতে হিরো মোটর কোম্পানি তার শাখা সংস্থা হিরো ইন্টারন্যাশনাল (Hero International)-এর মাধ্যমে ব্যবসা পরিচালনা করে। ইউরোপে ইলেকট্রিক বাইকের কদর খুব বেশি। তাই হিরোর লক্ষ্য, সেখানকার বাজার ধরা। লক্ষ্য পূরণের তাগিদেই ভারতে তৈরি ই-বাইক নিয়ে সংস্থাটি ইউরোপে হাজির হয়েছে।

আপাতত ২০০ ইউনিটের প্রথম ব্যাচ জার্মানিতে সরবরাহ করা হয়েছে, তবে ভবিষ্যতে ইউরোপীয় দেশগুলিতে আরও বেশি পরিমাণে ইলেকট্রিক বাইক পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

হিরো মোটর কোম্পানি কর্তৃক প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “এই শিপমেন্টটি ইউরোপের বৃহত্তম সম্পূর্ণ ইন্টিগ্রেটেড ই-বাইক সংস্থা হিসেবে হিরো মোটর কোম্পানিকে (এইচএমসি) প্রতিষ্ঠা করার দিকে একধাপ এগোনোকে চিহ্নিত করেছে৷ পাশাপাশি, এটি চীন ছাড়াও বাজারে নির্ভরযোগ্য সরবরাহকারী দেশ হিসেবে ভারতের উঠে আসার সম্ভাবনাকে উজ্জ্বল করে।”

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥