MicroLED: ডিসপ্লের বাজারে সবাইকে পিছনে ফেলবে মাইক্রো এলইডি, টিভি সহ স্মার্টওয়াচে থাকবে নতুন প্রযুক্তি

Avatar

Published on:

MicroLED Display Come Soon

ডিসপ্লে সাপ্লাই চেন কনসালটেন্টস (DSCC) রিসার্চ ফার্ম আজ একটি চমকপ্রদ তথ্য সামনে এনেছে‌। তারা বাজারের চাহিদা পরীক্ষা করে জানিয়েছে যে, মাইক্রো এলইডি (MicroLED) টেকনোলজি ২০২৮ সালের মধ্যে সারা বাজারে ছেয়ে যাবে। অর্থাৎ ডিসপ্লে সেক্টরকে নেতৃত্বে দেবে মাইক্রো এলইডি।

পরিধানযোগ্য ডিভাইসে থাকবে MicroLED

ডিএসসিসি তাদের রিপোর্টে বলেছে, ডিসপ্লের বাজারে বিপ্লব আনবে মাইক্রো এলইডি। শক্তি সঞ্চয় সহ বিভিন্ন বিষয়ের কারণে এই ডিসপ্লে এলইডি ডিসপ্লেকে সহজেই পিছনে ফেলবে।

ডিএসসিসি জানিয়েছে, ২০২৮ সালে মাইক্রো এলইডি-এর বাজার ১.৪৬ বিলিয়ন মূল্যে পৌঁছবে। টিভি ছাড়াও বিভিন্ন পরিধানযোগ্য ডিভাইস যেমন, স্মার্টওয়াচ ও এআর গ্লাসে ব্যবহার হবে এই অত্যাধুনিক ডিসপ্লে।

আর Apple সর্বপ্রথম মাইক্রো এলইডি স্ক্রিন সহ Apple Watch লঞ্চ করবে বলে জানা গেছে। এটির ব্যাপক প্রোডাকশান শুরু হবে ২০২৬ সালের শুরু থেকে। এরপর Apple Vision Pro হেডসেটেও এই ডিসপ্লে থাকবে বলে অনুমান করা হচ্ছে।

সঙ্গে থাকুন ➥