Nokia G300 5G মধ্যবিত্তের বাজারে দুর্দান্ত ফিচার সহ আসছে, ফাঁস ছবি সহ স্পেসিফিকেশন

Avatar

Published on:

Nokia চলতি বছরে 4G ও 5G মিলিয়ে একাধিক স্মার্টফোন বাজারে এনেছে৷ তবে পরবর্তী প্রজন্মের সেলুলার নেটওয়ার্ক চালু হলে 4G ব্যবহারকারীদের যাতে 5G-এর সুবিধা থেকে বঞ্চিত না হতে হয়, তার জন্য সংস্থাটির প্রোডাক্ট পোর্টফোলিওতে 5G সাপোর্টযুক্ত স্মার্টফোনের সংখ্যা উত্তোরোত্তর বাড়বে বলেই মনে করা হচ্ছে৷ কিসের ভিত্তিতে এমন বলছি? আসলে সম্প্রতি সংস্থাটির একটি আনঅফিসিয়াল 5G স্মার্টফোনের ব্যাপারে তথ্য সামনে এসেছে৷ গিজমোচীনার রিপোর্ট অনুসারে, Nokia G300 5G নামের এই ডিভাইসটি খুব শীঘ্রই লঞ্চ হতে পারে৷ একই সঙ্গে তারা Nokia G300 5G-এর রেন্ডার ও স্পেসিফিকেশনগুলি প্রকাশ্যে এনেছে৷

Nokia G300 5G স্পেসিফিকেশন, ফিচার

নোকিয়া জি৩০০ ৫জি ফোনে ৬.৫৭ ইঞ্চি এলসিডি এইচডি+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হবে, যার এসপেক্ট রেশিও ২০:৯৷ ডিসপ্লের নীচের অংশে পুরু বেজেল পরিলক্ষিত হয়েছে। জি৫০, এক্স১০, এক্স২০-এর মতো স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসরের সাথে আসবে নোকিয়া জি৩০০ ৫জি৷ উল্লেখ্য, এটি কোয়ালকমের একটি এন্ট্রি লেভেল ৫জি প্রসেসর৷ বিভিন্ন সংস্থা তাদের ৫জি বাজেট স্মার্টফোনে এটি ব্যবহার করে থাকে৷

এবার Nokia G300 5G-এর ক্যামেরা ডিপার্টমেন্টের কথায় আসা যাক৷ স্মার্টফোনটির পিছনে রয়েছে এলইডি ফ্ল্যাশ সহ গোলাকার ট্রিপল ক্যামেরা সেটআপ – ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর, ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর৷ সেল্ফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে৷

অ্যান্ড্রয়েড ১১ ভার্সনে রান করবে নোকিয়া জি৩০০ ৫জি৷ বেস ভ্যারিয়েন্টে ৬৪ জিবি স্টোরেজের বিকল্প থাকবে৷ আবার মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে৷ পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ৪,৪৭০ এমএএইচ ব্যাটারা থাকতে পারে৷ এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা যায়৷

Nokia G300 5G কবে লঞ্চ হতে পারে

৬ অক্টোবর একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে নোকিয়া ফোন নিমার্তা এইচএমডি গ্লোবাল৷ সে দিনই নোকিয়া জি৩০০ ৫জি-এর ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে৷

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥