Oppo-র এই পাঁচটি স্মার্টফোনে Android 12 নির্ভর ColorOS 12 বিটা আপডেটের অ্যাক্সেস এল

Avatar

Published on:

Oppo তাদের লেটেস্ট ColorOS 12-এর জন্য বিটা টেস্টার খুঁজতে শুরু করল৷ সংস্থার মোট পাঁচটি স্মার্টফোনের জন্য এই প্রোগ্রাম চালু হয়েছে৷ তার মধ্যে একটি ফ্ল্যাগশিপ সেগমেন্টের যা কেবল চীনে উপলব্ধ৷ অন্য দু’টি শুধু ভারতের বাজারে বিক্রি হয়৷ এবং বাকি দু’টি ভারতীয় ফোনগুলির রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে ইন্দোনেশিয়ার বাজারে পাওয়া যায়৷

প্রথমে ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটের ব্যাপারে আলোচনা করা যাক৷ Oppo Find X3 Pro Photographer Edition নামে হাই-এন্ড ডিভাইসটি Android 12-নির্ভর ColorOS 12 বিটা আপডেটে পেয়েছে৷ আর্লি অ্যাক্সেসের রেজিস্ট্রেশন ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং আজ (সিএসটি) পর্যন্ত চলবে৷

অন্য দিকে, Oppo F17 Pro, Oppo F19 Pro, Oppo Reno4F এবং Oppo Reno 5F-এর বিটা রেজিস্ট্রেশনও একই দিনে শুরু হয়েছে৷ তবে এক্ষেত্রে প্রতিটি ডিভাইসের জন্য ২,৫০০ জন বিটা টেস্টার রিক্রুট করছে ওপ্পো৷ ভারতে Oppo F17 Pro, Oppo F19 Pro ব্যবহারকারীরা যথাক্রমে A.28, A.29 ও A.27, A.29 ফার্মওয়্যার ভার্সন থাকলে ColorOS 12 বিটা আপডেটের এই উদ্যোগে আবেদন করতে পারবে৷

ইচ্ছুকদের সেটিংস> সফটওয়্যার আপডেট > জিয়ার আইকন, অ্যাপ্লাই ফর বেটা ভার্সন > আপডেট বিটা ভার্সনে গিয়ে তারপর স্ক্রিনে আসা নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে৷ নির্বাচিরা ওটিএ মাধ্যমে সফটওয়্যার আপডেট পাবে৷ অনুমান, স্টেবেল ভার্সন আর দু’তিন মাসের রোলআউট করা হবে৷

সঙ্গে থাকুন ➥