ফোন একই, শুধু নামটাই আলাদা, Oppo Reno 7 SE কার রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে আসছে জানেন?

Avatar

Published on:

Reno 6-এর আপগ্রেড ভার্সন হিসেবে Oppo তাদের সপ্তম প্রজন্মের Reno 7 সিরিজের উপর কাজ করছে বলে শোনা যাচ্ছে। এই সিরিজে আসতে পারে তিনটি স্মার্টফোন – Reno 7, Reno 7 Pro, এবং Reno 7 SE। তবে এরমধ্যে Oppo Reno 7 SE স্মার্টফোনটি Realme GT Master Edition-এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে আসছে বলেই খবর। স্মার্টফোন জগতের সঠিক তথ্য সবার আগে প্রকাশ্যে আনার জন্য পরিচিত এক টিপস্টার খুব সম্প্রতি এমনটাই জানিয়েছে।

তাঁর মতে, Oppo Reno 7 SE-এর যা কনফিগারেশন, তার সাথে Realme GT Master Edition -এর হুবহু মিল রয়েছে। তবে কয়েকটি জায়গায় টুকটাক পরিবর্তন থাকবে। যেমন আপকামিং Oppo Reno 7 SE-এর স্ক্রিন রিফ্রেশ রেট এবং ব্যাটারির দ্রুত চার্জ হওয়ার গতি বা ফাস্ট চার্জিংয়ের স্পিড Realme-এর ওই ফোনের চেয়ে ভিন্ন হবে।

Oppo Reno 7 SE স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

উক্ত ফিচারগুলি বাদ দিলে ফোন দু’টির মধ্যে কোনও ফারাক থাকবে না বলে টিপস্টার মনে করছেন। এতএব, ওপ্পো রেনো ৭ এসই স্মার্টফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৪৩ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ৮ জিবি / ১২ জিবি LPDDR4x র‌্যাম, ১২৮ /২৫৬ জিবি UFS 2.2 স্টোরেজ, ৪,৩০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। ফোনটির ব্যাটারি ৬০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এছাড়া ওপ্পো রেনো ৭ এসই ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা ও ৬৪ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল (পোট্রেট) রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসবে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।

সঙ্গে থাকুন ➥