Poco F3 GT কে লঞ্চ হওয়ার আগেই দেখা গেল শপিং সাইটে, জানুন দাম ও ফিচার

Avatar

Published on:

Redmi-এর প্রথম গেমিং স্মার্টফোন হিসেবে সম্প্রতি চিনে Redmi K40 Game Enhanched Edition লঞ্চ হয়েছে। আবার হ্যান্ডসেটটি রিব্র্যান্ডেড হয়ে Poco F3 GT নামে চিনের বাইরে ভারতে সহ অন্যান্য দেশে লঞ্চ হবে বলে জোর জল্পনা চলছে। যদিও Poco এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। তবে, জল্পনা যে একেবারেই ভিত্তিহীন নয় তার জলজ্যান্ত উদাহরণ এবার সামনে এল। আসলে WelElectronics নামের এক ই-কমার্স সাইটে সমস্ত স্পেসিফিকেশন ও দাম সহ আপকামিং পোকো এফ ৩ জিটি লিস্টেড হয়েছে। লিস্টিংয়ে গেমিং স্মার্টফোনটির বৈশিষ্ট্যসমূহ দেখে নিশ্চিতভাবে বলা যায় যে, এটি রেডমি কে৪০ গেম এনহ্যান্সড এডিশনের রিব্র্যান্ডেড ভার্সন।

WelElectronics -এ Poco F3 GT কে M2104K10I মডেল নম্বর সহ লিস্টেড থাকতে দেখা গিয়েছে। উল্লেখ্য, একই মডেল নম্বরের সাথে সম্প্রতি ফোনটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর ছাড়পত্র পেয়েছে। WelElectronics-এ Poco F3 GT -এর দাম রাখা হয়েছে ১,২৯৯ ডলার (৯৫,০০০ টাকা)। ভারতে যেহেতু ফোনটি ২৫,০০০ টাকার (৩৪১ ডলার) রেঞ্জে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে, তাই প্রাইস লিস্টিং ভুল বলেই আমাদের মনে হচ্ছে।

সাইটে রেডমি কে৪০ গেম এনহ্যান্সড এডিশনের মতোই এটি হুবহু একিই স্পেসিফিকেশনের সাথে তালিকাভুক্ত হয়েছে। পোকো এফ৩ জিটি ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, গরিলা গ্লাস ৫ প্রোটেকশন, ডাইমেনসিটি ১২০০ চিপসেট সহ আসবে বলে সেখানে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও, স্পেসিফিকেশনের তালিকা থেকে জানা গিয়েছে পোকো এফ৩ জিটি স্মার্টফোনে ১২৮ জিবি UFS 3.1 স্টোরেজ থাকবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বৃদ্ধি করার সুবিধা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে থাকবে ৫,০৬৫ এমএএইচ ব্যাটারি, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অর্থাৎ, ফোনটির যাবতীয় স্পেসিফিকেশন রেডমি কে৪০ গেম এনহ্যান্সড এডিশনের অনুরূপ। যাই হোক, লিস্টিংটি কতটা অথেন্টিক তা এক্ষুনি নিশ্চিত করা যাচ্ছে না। তাই সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে পাঠকদের আমরা পরবর্তী রিপোর্ট না আসা পর্যন্ত অপেক্ষা করতে বলবো।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥