মিড রেঞ্জে আসছে Realme RMX3142, স্ন্যাপড্রাগন ৭৬৮জি প্রসেসরের সাথে থাকবে শক্তিশালী ব্যাটারি

Avatar

Published on:

Oppo চলতি মাসের শুরুতে লঞ্চ করেছে K9 5G। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৮জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই একই প্রসেসর সহ Realme-র একটি ফোন শীঘ্রই বাজারে আসছে। Realme RMX3142 মডেল নম্বরের এই ফোনকে সম্প্রতি বেঞ্চমার্ক সাইট, গিকবেঞ্চে (Geekbench) দেখা গেছে। আমাদের অনুমান এই ফোনটি Oppo K9 5G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হবে। আসুন গিকবেঞ্চ থেকে Realme RMX3142 ফোন সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে জেনে নিই…

গিকবেঞ্চ লিস্টিং অনুযায়ী, Realme RMX3142 ফোনে ‘lito’ কোডনেমের প্রসেসর ব্যবহার করা হবে, যার বেস ফ্রিকুয়েন্সি ১.৮০ গিগাহার্টজ। জানিয়ে রাখি এটি স্ন্যাপড্রাগন ৭৬৮জি প্রসেসরের কোডনেম। আবার এই ফোনে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম থাকবে। স্বাভাবিকভাবেই এতে রিয়েলমির নিজস্ব ইউআই দেখা যাবে ‌

এদিকে গিকবেঞ্চে Realme RMX3142 ফোনকে ৮ জিবি র‌্যাম সহ অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও আমাদের বিশ্বাস লঞ্চের সময় এর আরও কয়েকটি র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে। এখানে ফোনটি সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ৩২৩৪ ও ৭২১৬ স্কোর করেছে।

প্রসঙ্গত Realme RMX3142 কে কিছুদিন আগে TENAA সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল। তখন জানা গিয়েছিল, এই ফোনে পাঞ্চ-হোল ডিজাইনের ৬.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এটি ফুলএইচডি+ রেজোলিউশন (১০৮০x২৩৪০ পিক্সেল) সাপোর্ট করবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ডিসপ্লের মধ্যেই দেওয়া হয়েছে। এই ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হল ৬৪+৮+২ মেগাপিক্সেল। আবার এর সামনে থাকবে ৩২ মেগাপিক্সেল। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটি ৪,৪০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। Realme RMX3142 ফোনে ৬৫ ওয়াট র‌্যাপিড চার্জিং সাপোর্ট থাকার কথা 3C সার্টিফিকেশন সাইট থেকে জানা গিয়েছিল‌। 

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥