Realme সাত দিনে দশ লক্ষ ফোন বিক্রি করে নজির গড়ল, এই বছর ১ কোটি সেলস টার্গেটের কাছাকাছি সংস্থা

Avatar

Published on:

চীনের ডাবল ইলেভেন (Double 11) বা সিঙ্গেল ডে’জ সেলে (বার্ষিক শপিং ফেস্টিভ্যাল) চুটিয়ে ব্যবসা করল রিয়েলমি (Realme)। সংস্থার সহ-সভাপতি জু কিউ (Xu Qi) পরিসংখ্যা পেশ করে জানিয়েছেন, মাত্র সাতদিনেই রিয়েলমি ১০ লক্ষের উপরে স্মার্টফোন বিক্রি করেছে। এছন রিয়েলমির পরবর্তী লক্ষ্য, চলতি বছর শেষ হওয়ার আগে ১ কোটি সেলস মাইলস্টোন তৈরি করা।

পরিসংখ্যান বলছে Realme Q3s ডাবল ইলেভেন সেলে সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম। সেলের প্রথম দিলেই ডিভাইসটির বিক্রি ১ লক্ষ ইউনিট ছাড়িয়ে যায়। এছাড়াও ২ হাজার ইউয়ান (প্রায় ২৪ হাজার টাকা) প্রাইস রেঞ্জের নীচে Realme Q3s বর্তমানে বেস্ট-সেলিং মডেল।

Oppo-র সাব ব্র্যান্ড হিসেবে ইনিংস শুরু করা Realme বিগত দু’বছরে বিপুল মুনাফা কামিয়েছে। উল্লেখ্য, গত জানুয়ারি মাসে সংস্থার সহ-সভাপতি জু কিউ বলেছিলেন, ২০২১-এ আমরা চীনে ১ কোটির বেশি ফোন বিক্রির লক্ষ্যমাত্রা রেখেছি। এতএব, সেই লক্ষ্য ছোঁয়ার পথে তারা।

উল্লেখ্য, গত ২ নভেম্বর জু কিউ ফ্যানদের উদ্দেশ্যে বলেছিলেন, রিয়েলমি হাই-এন্ড স্মার্টফোন সেগমেন্টে প্রবেশ করতে চলেছে। যেখানে ফোনের দাম হবে ৫০ হাজারের উপরে। তিনি হাই-এন্ড ফোনটির ব্যাপারে অবশ্য কোনও তথ্য প্রকাশ করেননি।

সঙ্গে থাকুন ➥