Samsung এর বড় চমক, ভারতে লঞ্চ হবে Galaxy A52 5G

Avatar

Published on:

Samsung এর A সিরিজের প্রথম 5G ফোন হিসাবে ভারতে শীঘ্রই লঞ্চ হতে পারে Galaxy A52 5G। ভারতে এই ফোনের মাস প্রোডাকশন (mass production) শুরু হয়েছে। যদিও কিছুদিন আগেও শোনা যাচ্ছিলো Galaxy A71 ও Galaxy A80 এর মত ভারতে স্যামসাং গ্যালাক্সি এ৫২ এর ৪জি ভ্যারিয়েন্ট কেবল লঞ্চ হতে পারে। তবে সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে, প্রথা ভেঙে Samsung এবার 4G এর বদলে Galaxy A52 এর 5G ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে।

৯১মোবাইলস এর এই রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ান স্মার্টফোন কোম্পানিটি Galaxy A52 এর 4G ও 5G, দুটি ভ্যারিয়েন্টই বাজারে আনবে। তবে ভারতে এর কেবল 5G ভ্যারিয়েন্টই পাওয়া যাবে। কোম্পানির গ্রেটার নয়ডার প্ল্যান্টে ফোনটি তৈরী হচ্ছে। এটা সত্যি চমকে দেওয়ার মত খবর, কারণ এতদিন এর উল্টোটা আমরা হতে দেখেছি। আসলে ইতিমধ্যেই জানা গেছে গ্যালাক্সি এ৩২ ৫জি ফোনটি মিড রেঞ্জে আসবে। ভারতে যেহেতু এই রেঞ্জের ৫জি ফোনের চাহিদা বাড়ছে, সেকারণেই স্যামসাং উল্লেখিত ফোনটির ৫জি ভ্যারিয়েন্টই কেবল লঞ্চ করার কথা ভাবছে।

Samsung Galaxy A52 5G এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

মনে করা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ৩২ ৫জি ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর থাকবে। আবার ৭২০জি প্রসেসরের সাথে আসবে এর ৪জি ভ্যারিয়েন্ট। আবার এতে থাকবে ৬.৫ ইঞ্চি ইনফিনিটি O ডিসপ্লে। ফোনটি ৬ জিবি ও ৮ জিবি র‌্যাম সহ আসবে। এর থিকনেস হবে ৮.৪ মিমি। এর পিছনে কোয়াড রিয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। যার প্রাইমারি ক্যামেরা হবে ৬৪ মেগাপিক্সেল। আবার ফোনটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসতে পারো। Samsung Galaxy A52 5G ফোনে থাকতে পারে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আবার এতে অ্যান্ড্রয়েড ১১ ও ৩.৫ মিমি হেডফোন জ্যাক দেওয়া হবে।

Samsung Galaxy A52 5G এর দাম (সম্ভাব্য)

রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এ৫২ ৫জি ফোনের দাম হবে ৪৯৯ ডলার, যা প্রায় ৩৬,৮০০ টাকার সমান। উল্লেখ্য, এর পূর্ববর্তী মডেল Galaxy A51 ভারতে লঞ্চ হয়েছিল ২২,৯০০ টাকায়।

সঙ্গে থাকুন ➥