বাজারে কোন মুদি, ওষুধ, সবজির দোকান খোলা? এই পদ্ধতিতে সহজে জেনে নিন

Avatar

Published on:

করোনাভাইরাসের মোকাবিলার কারণে দেশে বর্তমানে ২১ দিনের জন্য লকডাউন চলছে। এই সময় সবথেকে বড় সমস্যা হলো কাছাকাছি মুদির দোকান খুঁজে পাওয়া। তাই Quikr আপনাদের সমস্যার সমাধানের জন্য একটি নতুন ওয়েবসাইট লঞ্চ করেছে যার নাম stillopen.in । এর মাধ্যমে আপনারা আপনার এলাকার কোন মুদির দোকান বর্তমানে খোলা রয়েছে তা দেখতে পাবেন।

কিভাবে ব্যবহার করবেন এই ওয়েবসাইট :

  • এই সার্ভিসটি ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে stillopen.in ওয়েবসাইটে।
  • তারপর আপনাকে আপনার লোকেশন দিতে হবে অথবা ব্রাউজারের মাধ্যমে লোকেশন ট্র্যাক করাতে হবে।
  • তারপর আপনার কাছে এলাকার মুদি দোকান, সবজির দোকান, ওষুধের দোকান এবং কোভিড-১৯ স্টোরের একটি তালিকা চলে আসবে।
  • তারপর প্রেফারেন্স সিলেক্ট করলে ওয়েবসাইট আপনাকে জানিয়ে দেবে কোন দোকান এখনো খোলা রয়েছে এবং আপনার বাড়ি থেকে ওই দোকানের দূরত্ব কত।

বর্তমানে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই, পুনে, মুম্বাই, নতুন মুম্বাই, থানে, দিল্লি, গুরগাঁও, নয়ডা, গোয়ালিয়র, গাজিয়াবাদ, ফরীদাবাদ, লখনৌ, কলকাতা, আহমেদাবাদ, পাটনা, ইন্দোর, জয়পুর, কোচি, চন্ডিগড়, কোয়েম্বাটুর এবং সেকেন্দ্রাবাদে এই সার্ভিসটি চালু করা হয়েছে।

সঙ্গে থাকুন ➥