বাজারে 650 সিসি বাইকের রমরমা, Royal Enfield শীর্ষে, ধুমকেতুর মতো উত্থান Kawasaki-র

Avatar

Published on:

২০২২-এর মার্চে ভারতে পারফরম্যান্স বাইকের বাজারে ততটা জমজমাট নজরে পড়েনি। কিন্তু এর সম্পূর্ণ ভিন্ন চিত্র ধরা পড়েছে এপ্রিলে। গত মাসে পারফরম্যান্স মোটরবাইকের বাজারে ঝড় তুলেছে  রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। শুধু তাই নয়, বাইক বিক্রির পরিমাণ এতটাই, যা অন্য সংস্থাগুলির কল্পনাতীত। গত মাসে 650 Twins-এর ২,১৫৯টি ইউনিট বিক্রির মাধ্যমে টপ সেলিং পাওয়ারফুল বাইকের তালিকার শীর্ষ স্থানে রাজ করছে রয়্যাল এনফিল্ড। উল্লেখ্য, গত বছর ওই সময়ে সংস্থার 650 সিরিজের বিক্রির পরিমাণ ছিল ১,২৯৩টি।

তালিকার দ্বিতীয় স্থানে Kawasaki Ninja 300 জায়গা পেলেও বিক্রি রয়্যাল এনফিল্ডের তুলনায় বহুগুণ কম। নতুন মডেল লঞ্চ হওয়া কারণে বিক্রির সংখ্যা ৮৫টি। গতমাসের তুলনায় বিক্রিবাটায় পতন৷ লঞ্চ হাইপ কমছে বলেই অনুমান। তৃতীয় ও চতুর্থ স্থানের দখলদার Kawasaki Versys 650 ও Kawasaki Z900। এপ্রিলে এদের বেচাকেনার পরিমান যথাক্রমে ৪৭ ও ৩৮ ইউনিট। প্রসঙ্গত, ২০২১-এর এপ্রিলের তুলনায় গত মাসে ভার্সিস ৬৫০-এর বিক্রি ২৬২ শতাংশ বেড়েছে৷ যা কাওয়াসাকিকে স্বস্তিতে রাখবে৷

পাঁচ নম্বরে রয়েছে Honda CBR650R। গত মাসে বাইকটি মোট ৩৩ জন নতুন ক্রেতার সন্ধান পেয়েছে। ২৭ ইউনিট বিক্রির মাধ্যমে তালিকার ছ’নম্বর জায়গাটি দখল করেছে Triumph Tiger Sport 660। এরপর রয়েছে Honda Africa Twin। গত মাসে এর ২০টি মডেল বিক্রি হয়েছে। অথচ ২০২১-এর এপ্রিলে দামী বাইকটির কেবল ১টি ইউনিট বেচেছিল হোন্ডা৷

অষ্টম স্থানে রয়েছেTriumph Trident 660 ও Kawasaki Vulcan S। দু’টি বাইকই ১৬ জন ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছে। নয় ও দশ নম্বরে আছে Kawasaki Ninja 650 ও Kawasaki Ninja 1000 SX। এপ্রিলে বিক্রিবাটার পরিমান যথাক্রমে ১৪ ও ১৩ ইউনিট।

সঙ্গে থাকুন ➥