Triumph ভারতে নিয়ে এল Bonneville Bobber মোটরবাইকের 2021 ভার্সন, জানুন দাম

Avatar

Published on:

ব্রিটিশ প্রিমিয়াম টু-হুইলার ব্র্যান্ড Triumph চলতি বছরটা যেন আক্রমণাত্মক ভঙ্গিতে শুরু করেছে। এ দেশে প্রিমিয়াম টু-হুইলার মার্কেটে ধরতে Triumph খুব ঘন ঘন নতুন মডেল নিয়ে হাজির হচ্ছে। Triumph Street Scrambler Sandstrom Edition ও Triumph Scrambler 1200 Steve McQueen লিমিটেড এডিশন লঞ্চ হওয়ার এক সপ্তাহ না কাটতেই আজ Triumph ভারতে 2021 Bonneville Bobber বাইক নিয়ে হাজির হল।

2021 ভার্সনে Triumph Bonneville Bobber-এর মেইন হাইলাইট আপডেটেড হার্ডওয়্যার। বিদায়ী মডেলের ১৯ ইঞ্চি স্কিনি ফ্রন্ট হুইলের পরিবর্তে নতুন মডেলটি ১৬ ইঞ্চি ফ্যাট ফ্রন্ট হুইল পেয়েছে। Triumph বাইকে ৪৭ মিমি Showa কার্টরিজ ফোর্কস ও লিঙ্ক-টাইপ মনোশক সাসপেনশন রেখেছে। এমনকি, Bonneville Bobber 2021-এ Triumph অ্যাক্সিয়াল Brembo ক্যালিপার্স সহ ৩১০ মিমি টুইট ফ্রন্ট ডিস্ক ব্যবহার করেছে। ব্রেকিং ডিউটির জন্য আগের মতোই বাইকটির পেছনে ২৬৫ মিমি সিঙ্গল ডিস্ক ব্রেক রয়েছে। আবার Triumph বাইকের ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি আপগ্রেড করেছে; ৮ লিটারের পরিবর্তে এটি এখন ১২ লিটার তেল ধরে রাখতে পারবে।

সামগ্রিকভাবে Triumph Bonneville Bobber 2021-এর ডিজাইনে তেমন কোনো বড়সড় পরিবর্তন চোখে পড়বে না৷ পুরোনো মডেলের মতোই এটি একইরকম চেহারায় উপস্থিত হয়েছে। তবে বাইকের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের লেআউটে সংশোধনের ছাপ স্পষ্ট। ডায়াল ফেস সহ এতে এখন নতুন বেজেল দেখতে পাওয়া যাবে। নতুন মডেলের অন্যান্য হাইলাইটগুলির মধ্যে ব্ল্যাক পাউডার কোটেড ইঞ্জিন, স্প্রকেট কভার, ফুল-এলইডি লাইটিং, টুইন সাইডেড স্লাশ কাট এগজস্ট সেটআপ, অ্যাডজেস্টেবল সিঙ্গল সিট উল্লেখযোগ্য।

Triumph Bonneville Bobber 2021-এ ১২০০ সিসি প্যারালাল টুইট রয়েছে। যা ৬,১০০ আরপিএম গতিতে ৭৮ পিএস পাওয়ার এবং ৪,০০০ আরপিএম গতিতে ১০৬ এনএম উৎপন্ন করতে পারে। ট্রায়াম্ফের দাবি, এর টর্ক কার্ভ অত্যন্ত স্মুদ। ৩,০০০ আরপিএম থেকেই এতে ১০০ এনএম-এর ওপর টর্ক পাওয়া যাবে। স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচের সাথে বাইকে গিয়ারের সংখ্যা ছ’টি।

ইলেকট্রনিক্স ফিচারের প্রসঙ্গে আসলে, Triumph Bonneville Bobber 2021 রেইন ও রোড রাইডিং মোড, অ্যাডজাস্টেবল ট্রাকশন কন্ট্রোল, ডুয়াল চ্যানেল এবিএস ও ক্রুজ কন্ট্রোল সিস্টেমের সাথে এসেছে।

Triumph Bonneville Bobber 2021 ভারতে তিনটি কালার অপশনে পাওয়া যাবে। বাইকটির ম্যাট স্ট্রোম গ্রে/ম্যাট আইরনস্টোন কালার অপশনের দাম রাখা হয়েছে ১২.০৫ লক্ষ টাকা। কর্ডোভান রেড এবং জেট ব্ল্যাক কালার অপশনে Triumph  Bonneville Bobber 2021-এর দাম যথাক্রমে ১১.৮৮ লক্ষ টাকা ও ১১.৭৫ লক্ষ টাকা।

সঙ্গে থাকুন ➥