স্কুটারপ্রেমীদের অত্যন্ত প্রিয় TVS Jupiter 110 এবার থেকে আরও দামী

Avatar

Published on:

ছিমছাম ডিজাইন, ভাল ফিচার এবং ভরসাযোগ্য ইঞ্জিনের কারণে TVS Jupiter 110 স্কুটারপ্রেমীদের অত্যন্ত প্রিয়। এবার গাড়ি শিল্পের দাম বৃদ্ধির আঁচ গিয়ে পড়ল টিভিএসের এই মডেলে। TVS Jupiter 110 এর প্রতিটি ভ্যারিয়েন্টের দাম ৬০০ টাকা করে বাড়ানো হয়েছে। যবিও দাম বাড়লেও স্কুটারের ফিচারে কোনও আপগ্রেড দেখা যাবে না। মেকানিক্যাল স্পেসিফিকেশনগুলিও অপরিবর্তিত।

ভ্যারিয়েন্ট অনুযায়ী TVS Jupiter 110 স্কুটারের দাম (এক্স-শোরুম)

Sheet metal Wheel – ৬৬,২৭৩ টাকা
Standard – ৬৯,২৯৮ টাকা
ZX (drum brake) – ৭২,৭৭৩ টাকা
ZX (disc brake) – ৭৬,৫৭৩ টাকা
Classic – ৭৬,৫৪৩ টাকা

ব্যবহারকারিদের প্র্যাকটিক্যাল এবং ঝামেলা-ঝঞ্ঝাটহীন অভিজ্ঞতা দেওয়ার জন্য TVS Jupiter 110 স্কুটারে রয়েছে এক্সটার্নাল ফুয়েল ফিলার ক্যাপ, বড় ফুটবোর্ড, ২১ লিটার বুট স্টোরেজ। এছাড়া কিছু ভ্যারিয়েন্টে ফ্রন্ট ইউটিলিটি বক্স এবং ইউএসবি চার্জার পাওয়া যাবে।

TVS Jupiter 110 চলে ১০৯.৭ সিসি এয়ার-কুল্ড ইঞ্জিনে, যা ৭.৩৭ বিএইচপি পাওয়ার এবং ৮.৪ এনএম টর্ক উৎপন্ন করে। স্কুটারটি দৌড়য় ১২ ইঞ্চি চাকার উপর ভর করে৷ সাসপেনশনের জন্য সামনে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে মনোশক দেওয়া। এছাড়া ১৩টি রঙের মধ্যে স্কুটারটি বেছে নেওয়ার সুযোগ আছে। বাজারে TVS Jupiter 110 এর প্রধান প্রতিপক্ষ Honda Activa 6G।

সঙ্গে থাকুন ➥