Vivo V23e লেটেস্ট ব্লুটুথ ভার্সন সহ আগামী মাসে লঞ্চ হতে পারে, পেল Bluetooth SIG সার্টিফিকেশন

Avatar

Published on:

গত এপ্রিলের শেষান্তে ৪৪ মেগাপিক্সেলের দুর্ধর্ষ সেলফি ক্যামেরার সাথে Vivo V21e লঞ্চ হয়েছিল৷ আবার আত্মপ্রকাশের দু’মাস অতিক্রান্ত হতেই খবর আসে, Vivo V21e-এর সাক্সেসর হিসেবে একটি নতুন ডিভাইসের উপর ভিভো কাজ করছে৷ জুলাইয়ে V2116 মডেল নম্বরের সাথে V23e নামের একটি ডিভাইস IMEI Database সাইটে স্পট হতেই জল্পনা আরও তীব্র হয়৷ তবে মাঝখানে Vivo V23e-কে ঘিরে নতুন করে আর তথ্য সামনে আসেনি৷

Vivo V23e পেল Bluetooth SIG সার্টিফিকেশন

জুলাইয়ের পর এবার সেপ্টেম্বর শেষ হওয়ার মুখে ফের একবার খবরের শিরোনামে ভিভো ভি২৩ই৷ আজ
স্মার্টফোনটি V2116 মডেল নম্বরের সাথে Bluetooth SIG অথরিটির ডেটাবেসে দেখা গিয়েছে৷ ব্লুটুথ এসআইজি-র লিস্টিং ইঙ্গিত করছে, আগামী কয়েক মাসের মধ্যেই ভিভো ভি২৩ই লঞ্চ হয়ে যেতে পারে৷

উল্লেখ্য, Bluetooth SIG-এর পূর্বে ইন্দোনেশিয়ার TKDN ও ইউরোপের EEC-এর মতো সার্টিফিকেশন সাইটগুলি থেকেও Vivo V23e অনুমোদন পেয়েছে৷ এদিকে Bluetooth SIG-এর লিস্টিং থেকে জানা গিয়েছে, স্মার্টফোনটি ব্লুটুথ ৫.২ সাপোর্ট করবে৷ এছাড়া এটির স্পেসিফিকেশন বা ফিচার সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি৷

তবে ব্লুটুথের লেটেস্ট ভার্সন সাপোর্ট করার অর্থ Vivo V23e আরও শক্তিশালী প্রসেসরের সাথে আসতে পারে৷ Vivo V21e ফোনে Snapdragon 720G প্রসেসর দেওয়া হয়েছিল৷ সে ক্ষেত্রে Snapdragon 700 সিরিজের আরও পাওয়ারফুল চিপের সঙ্গে Vivo V23e লঞ্চ হতে পারে৷ এছাড়া দুর্দান্ত ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি সহ এই ফোন বাজারে আসবে বলে অনুমান করা যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥