HomeTech Newsবিশ্বের প্রথম ক্রিপ্টোকারেন্সি ATM চালু করল হন্ডুরাস

বিশ্বের প্রথম ক্রিপ্টোকারেন্সি ATM চালু করল হন্ডুরাস

ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছে। বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই এই ডিজিটাল মুদ্রাকে মান্যতা দিয়েছে। আবার Amazon, Paypal, Samsung সহ বড় বড় টেক জায়ান্ট ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট বানানোর কাজ করছে বলে শোনা যাচ্ছে। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও ক্রিপ্টোকারেন্সি নিয়ে সুর নরম করেছে। তবে এসব কে পিছনে ফেলে বিশ্বের প্রথম ক্রিপ্টোকারেন্সি এটিএম (Cryptocurrency ATM) চালু করে তাক লাগিয়ে দিল হন্ডুরাস (Honduras)।

প্রতিবেশী দেশ এল সালভাদোর বিশ্বে প্রথম ক্রিপ্টোকারেন্সি বৈধ ঘোষণা করার প‌র থেকেই, হন্ডুরাস মানুষের মধ্যে বিটকয়েন নিয়ে উন্মাদনা দেখে ক্রিপ্টোকারেন্সি এটিএম নিয়ে আসার চিন্তা ভাবনা শুরু করে। অবশেষে তারা চলতি সপ্তাহে এই এটিএম লঞ্চ করেছে।

‘la bitcoinera’ নামক এই এটিএম মানুষকে স্থানীয় মুদ্রা ‘lempira’ ব্যবহার করে বিটকয়েন, ইথেরিয়াম-এর মতো ক্রিপ্টোকারেন্সি নিতে সাহায্য করবে। এই মেসিনটি হন্ডুরাসের রাজধানী, Tegucigalpa-তে অবস্থিত একটি অফিস টাওয়ারে হণ্ডুরান ফার্ম টিজিইউ কনসাল্টিং গ্রুপ কর্তৃক বসানো হয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

RELATED ARTICLES

Most Popular