Vivo S15 Pro আসছে OLED ডিসপ্লে সহ, Vivo V2207A এর সাথে পেল TENAA-র অনুমোদন

গত মাসেই জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ভিভো চীনের বাজারে তাদের S15 সিরিজের অধীনে Vivo S15e স্মার্টফোনটি লঞ্চ করেছে। জল্পনা চলছে যে, চলতি মাসে এই সিরিজে অন্তর্ভুক্ত Vivo S15 এবং S15 Pro মডেল দুটিও বাজারে আত্মপ্রকাশ করতে পারে। তারমধ্যে এখন একটি নতুন ভিভো স্মার্টফোনকে চীনের TENAA সার্টিফিকেশন সাইটের ডেটাবেসে খুঁজে পাওয়া গেছে এবং এই ডিভাইসটি Vivo S15 Pro নামে শীঘ্রই লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। TENAA সার্টিফিকেশন সাইটের তালিকায় আসন্ন হ্যান্ডসেটটির পরিমাপ, ডিসপ্লে এবং ব্যাটারির আকার সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ করা হয়েছে। এর পাশাপাশি এক পরিচিত টিপস্টার নাম প্রকাশ না করে দুটি নতুন ভিভো স্মার্টফোনের প্রধান স্পেসিফিকেশনগুলি ফাঁস করেছেন। এগুলির মধ্যে একটি স্মার্টফোন Vivo S15 Pro হবে বলেই মনে করা হচ্ছে।

Vivo S15 Pro পেল TENAA- এর অনুমোদন

V2203A মডেল নম্বর সহ নতুন ভিভো স্মার্টফোনটি চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। এই মডেল নম্বরটি ভিভো এস১৫ প্রো মডেলের সাথে হবে বলে অনুমান করা হচ্ছে। টেনা তালিকাটি প্রকাশ করে যে এই হ্যান্ডসেটে ৬.৬২ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে এবং এটি অ্যান্ড্রয়েড ১০এস অপারেটিং সিস্টেমে চলবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। এই ডিভাইসটির পরিমাপ হবে ১৬১.৯x ৭৪.৩১ x ৭.৯৯ মিলিমিটার। আবার V2207A মডেল নম্বর সহ একটি অজানা ভিভো ফোনও টেনা (TENAA)-এর সাইট থেকে সার্টিফিকেশন লাভ করেছে। এই তালিকাটি প্রকাশ করেছে যে, এই ফোনটি ৬.৫৬ ইঞ্চির ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম এবং ৪,৫০০ এমএএইচ ব্যাটারি (২,১৯০ এমএএইচ ডুয়েল-সেল ক্যাপাসিটি উল্লেখ করা হয়েছে) সহ আসবে। এছাড়া, এর পরিমাপ হবে ১৫৮.৯ x ৭৩.৫২ x ৮.৫ মিলিমিটার।

অন্যদিকে, টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন (Digital Chat Station) নাম উল্লেখ না করে দুটি আসন্ন স্মার্টফোনের স্পেসিফিকেশন ফাঁস করেছেন। এই দুটি ফোনই চলতি মাসে চীনে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। প্রথমটিতে ৬.৬২ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে, যা ফুল এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এই হ্যান্ডসেটটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট দ্বারা চালিত হবে এবং এতে ৪,৫০০ এমএএইচ (সিঙ্গেল-সেল) ব্যাটারি দেওয়া হবে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য, আপকামিং ভিভো ফোনে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর উপস্থিত থাকবে। মনে করা হচ্ছে টিপস্টারের উল্লেখ করা এই আসন্ন ফোনটি Vivo S15 Pro- ই হবে।

এছাড়া, টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন জানিয়েছেন, অপর ফোনটিতে ৬.৫৬ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে দেওয়া হবে, যা ফুল এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট প্রদান করে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ চিপসেট দ্বারা চালিত হবে এবং পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ (ডুয়েল-সেল) ব্যাটারি ব্যবহার করা হবে। এই ফোনে ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেখা যাবে। এটি TENAA- এর সাইটে স্পট করা Vivo V2207A হ্যান্ডসেটটি হবে বলে মনে করা হচ্ছে৷