November Bike Launch: KTM থেকে Ducati, আগামী মাসে বাজারে আসছে দুটি নতুন মোটরসাইকেল

ভারতের অটোমোবাইল বাজারে এবছর একাধিক বাইক লঞ্চ হয়েছে। বছর শেষ হতে বাকি রয়েছে আরও দুমাস। এই দু’মাসের মধ্যে দেশীয় বাজারে দেখা মিলতে পারে আরও বেশ কিছু নতুন টু-হুইলারের। এই প্রতিবেদনে আমরা KTM ও Ducati-এর আসন্ন দুটি বাইক নিয়ে আলোচনা করব। আশা করা হচ্ছে বাইক দুটি আগামী মাসে অর্থাৎ নভেম্বরে বাজারে পা রাখবে।

KTM RC390

সম্প্রতি নিজেদের RC125 ও RC200 বাইক দুটির নয়া মডেল ভারতের বাজারে নিয়ে এসেছে KTM। পুরনো মডেলগুলির সাথে ফিচার ও ডিজাইনের দিক থেকে অনেকটাই পার্থক্য রয়েছে এতে। সম্পূর্ণ নতুন চ্যাসিস ও কিছু আপডেটেড যন্ত্রাংশের সাথে আনা হয়েছে নতুন মডেল দুটিকে। অপরদিকে নতুন প্রজন্মের KTM RC390 এর মুখ চেয়ে বসে আছেন অসংখ্য বাইক প্রেমী, যা খুব শীঘ্রই ভারতের বাজারে আনা হবে বলে আশা করা যাচ্ছে।

KTM RC390 ফিচার

RC200-র সাথে মিল রেখে KTM RC390 বাইকটি আনা হতে পারে। আবার ব্লুটুথ কানেক্টিভিটির সাথে টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের মত অতিরিক্ত ফিচার রাখা হতে পারে আরসি৩৯০-তে। এছাড়াও স্লিপার অ্যাসিস্ট ক্লাচ, বাই ডিরেকশনাল কুইকসিফ্টার ইত্যাদি ফিচারের সাথে আসতে পারে স্পোর্টস বাইকটি।

KTM RC390 ইঞ্জিন

পুরানো ভার্সনের মতই এতেও ৩৭৩ সিসি লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থাকতে পারে। যা থেকে সর্বাধিক ৪৩.৫ পিএস শক্তি এবং ৩৭ এনএম টর্ক পাওয়া যাবে। সাথে ৬-স্পিড গিয়ার বক্স থাকতে পারে।

Ducati MY2022 Hypermotard 950

এবছরের প্রথমদিকে MY2022 Hypermotard 950 মোটরসাইকেলটি বিশ্ববাজারে লঞ্চ করেছিল ডুকাটি। আগামী মাসে ভারতের বাজারেও এটির আত্মপ্রকাশ ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Ducati MY2022 Hypermotard 950 ফিচার

আন্তর্জাতিক বাজারের মডেলটিতে টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইলেকট্রনিক রাইডিং এইড, এলইডি লাইটিং, ইউএসবি চার্জিং সকেট – এইসব ফিচারগুলির দেখা মেলে। এর টপ ভ্যারিয়েন্ট ‘SP’ তে রয়েছে প্রিমিয়াম ওহলিন সাসপেনশন (premium ohlin suspension) এবং মার্চিসিনি হুইলস (marchesini wheels)। ভারতের বাজারে আসন্ন Ducati MY2022 Hypermotard 950-এও এই ফিচারগুলি থাকবে বলে ধারণা।

Ducati MY2022 Hypermotard 950 ইঞ্জিন

টুইন সিলিন্ডার ৯৩৭ সিসি দানব ন্যায় ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ ১১৪ পিএস শক্তি এবং সর্বাধিক ৯৬ এনএম টর্ক উৎপন্ন হতে পারে।