২০,০০০ টাকার কমে সেরা 5G স্মার্টফোনগুলি দেখে নিন, রয়েছে দুর্দান্ত ফিচার

স্মার্টফোন ব্র্যান্ডগুলি এখন বাজেট রেঞ্জে 5G কানেক্টিভিটির ফোন লঞ্চ করতে ব্যস্ত। বিশেষত ভারতের মতো জনবহুল দেশে বাজেট-রেঞ্জের ডিভাইস অধিক বিক্রী হওয়ার দরুন, সংস্থাগুলি এদেশের জন্য তাদের ব্যবসায়িক নীতিতে পরিবর্তন এনে সাশ্রয়ী মূল্যে 5G ফোন নিয়ে এসেছে। যদিও ভারতে এখনও 5G নেটওয়ার্ক চালু হয়নি, তবে আগামী বছর এই নেক্সট জেনারেশন নেটওয়ার্ক এদেশের জনগণের জন্য উপলব্ধ হবে বলে অনুমান করা হচ্ছে। ফলে 5G স্মার্টফোন কেনা বর্তমান সময়ে সম্পূর্ণরূপে অযৌক্তিক বলা চলে না। তাই, আপনাদের মধ্যে যারা আগাম একটি 5G হ্যান্ডসেট কিনে রাখতে চান, তাদের জন্য আজ আমরা একটি তালিকা প্রস্তুত করেছি। এই তালিকায় সেই সমস্ত 5G ফোন ঠাঁই পেয়েছে যাদের দাম ২০,০০০ টাকার কম। তাহলে চলুন এই স্মার্টফোনগুলি সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক…

২০,০০০ টাকার নিচে উপলব্ধ সেরা ৫টি 5G স্মার্টফোনের তালিকা

iQOO Z3 5G: ১৯,৯৯০ টাকা থেকে শুরু

iQOO Z3 5G স্মার্টফোনে আছে একটি ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। মাল্টিটাস্কিং এবং ফাস্ট পারফরম্যান্সের জন্য এই ফোনটি, অ্যাড্রেনো ৬২০ জিপিইউ সহ অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৮জি এসওসি দ্বারা চালিত হবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড অরিজিনওএস (OriginOS) -এ কাজ করবে। এতে ইউজাররা ডুয়েল ৫জি সিম কার্ড সাপোর্ট পেয়ে যাবেন। ছবি তোলার জন্য এই হ্যান্ডসেটে, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল-রিয়ার ক্যামেরা থাকছে। এই ক্যামেরাগুলির মান খুবই ভালো, যদিও এর বিল্ড কোয়ালিটি আমাদের একটু নিরাশ করেছে।

Realme 8 5G: ১৪,৪৯৯ টাকা শুরু

১৫,০০০ টাকার নিচে একটি ৫জি কানেক্টিভিটির হ্যান্ডসেট কিনতে চাইলে, রিয়েলমি ৮ ৫জি স্মার্টফোনটি ভালো বিকল্প হতে পারে। এতে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০:৯ আসপেক্ট রেশিও যুক্ত ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) ডিসপ্লে আছে। এছাড়া এই স্মার্টফোনে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা প্যানেল এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারি পাওয়া যাবে। এই ব্যাটারি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

Redmi Note 10T 5G: ১৩,৯৯৯ টাকা থেকে শুরু

শাওমির সাব-ব্র্যান্ড রেডমি তাদের সর্বাধিক জনপ্রিয় নোট সিরিজের অধীনে সম্প্রতি এই ৫জি কানেক্টিভিটির স্মার্টফোনটি ভারতে লঞ্চ করেছে। এই নোট ১০টি ৫জি হ্যান্ডসেটে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেখা যাবে। ফাস্ট-পারফরম্যান্সের জন্য একে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসরের সাথে নিয়ে আসা হয়েছে। ছবি তোলার জন্য থাকছে, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত রিয়ার ক্যামেরা সেটআপ। আর প্রাইভেসি বজায় রাখতে পাওয়া যাবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। উক্ত স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি রয়েছে, যা ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।

Realme Narzo 30 Pro 5G: ১৬,৯৯৯ টাকা (প্রারম্ভিক মূল্য)

মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ইউ প্রসেসর দ্বারা চালিত রিয়েলমি নারজো ৩০ প্রো ৫জি স্মার্টফোনে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সহ ৬.৫ ইঞ্চির ডিসপ্লে আছে। এই ফোনটি ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে ইউজাররা, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। এতে হাই-রেঞ্জ অডিও এবং ডলবি অ্যাটমস সাপোর্ট পাওয়া যাবে। হ্যান্ডসেটে ৩০ ওয়াট সুপার ডার্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি রয়েছে।

Oppo A74 5G: ১৭,৯৯০ টাকা (প্রারম্ভিক মূল্য)

ওপ্পো এ৭৪ ৫জি স্মার্টফোনটি গত এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল। এতে, ৮৪.৪% স্ক্রিন-টু-বডি রেশিও সহ ৬.৪৩ ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের, রেজোলিউশন ১,০৮০x২,৪০০ পিক্সেল, ব্রাইটনেস ৮০০ নিট, আসপেক্ট রেশিও ২০:৯ এবং পিক্সেল ডেনসিটি ৪০৯ পিপিআই। এটি, অ্যাড্রেনো ৬১০ জিপিইউ সহ অক্টা-কোর কোয়ালকম এসএম৬১১৫ স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর দ্বারা চালিত হবে। আর অপারেটিং সিস্টেম হিসাবে ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড কালারওএস ১১.১ ( ColorOS 11.1) ভার্সনে কাজ করবে। ৪৮ মেগাপিক্সেলের কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপের সাথে সজ্জিত হয়ে আসা ওপ্পো এ ৭৪ ৫জি স্মার্টফোনে ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন