Sony-র ফ্ল্যাগশিপ ক্যামেরা Realme 12 Pro সিরিজে, তাক লাগাবে ছবির কোয়ালিটি

Realme 12 Pro সিরিজ আগামী ২৯ জানুয়ারি লঞ্চ হতে চলেছে। ব্র্যান্ডের তরফে এই ফোনগুলির বিভিন্ন স্পেসিফিকেশন সামনে আনা হচ্ছে, যা ক্রেতাদের কৌতুহল আরও বৃদ্ধি করছে। এতদিন মনে করা হচ্ছিল যে Realme 12 Pro এবং Realme 12 Pro+ প্রাইমারি ক্যামেরা হিসাবে একই Sony IMX890 সেন্সর ব্যবহার করবে। তবে এখন একটি নতুন প্রোমোশনাল পোস্টার সেই জল্পনাকে নস্যাৎ করেছে। Realme 12 Pro একটি আলাদা প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে।

Realme 12 Pro এবং Realme 12 Pro+ এর প্রাইমারি ক্যামেরা সেন্সরের নাম ঘোষণা হল

অফিসিয়াল টিজারে জানানো হয়েছে যে, রিয়েলমি ১২ প্রো প্লাস-এ সনি আইএমএক্স৮৯০ সেন্সর যুক্ত থাকবে। এই ক্যামেরা সেন্সরটি ফ্ল্যাগশিপ এবং সাব-ফ্ল্যাগশিপ ফোনে ইদানিং ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে, রিয়েলমি ১২ প্রো-তে থাকবে একেবারে নতুন সনি আইএমএক্স৮৮২ ক্যামেরা সেন্সর। রিপোর্ট অনুসারে, আইএমএক্স৮৮২ সেন্সরটি এলওয়াইটি-৬০০ সেন্সরের অনুরূপ, যা চীনা বাজারে উপলব্ধ ওপ্পো রেনো ১১ ৫জি এবং ভিভো এস১৮ই-এর মতো ফোনে রয়েছে।

প্রাইমারি ক্যামেরা ছাড়া, রিয়েলমি ১২ প্রো প্লাস-এর রিয়ার ক্যামেরা সেটআপে ৩x অপটিক্যাল জুম সহ ৬৪ মেগাপিক্সেলের ওভি৬৪বি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে। অন্যদিকে, রিয়েলমি ১২ প্রো-তে একটি ৩২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। উভয় ডিভাইসই একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স সহ আসবে বলে জানা গেছে।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, Realme 12 Pro এবং Realme 12 Pro+ এ যথাক্রমে ১৬ মেগাপিক্সেলের এবং একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। Pro ভ্যারিয়েন্টে Qualcomm Snapdragon 6 Gen 1 চিপসেট দ্বারা চালিত হবে, আর Pro+ এ Snapdragon 7s Gen 2 প্রসেসরটি থাকবে।

এছাড়া, আপকামিং Realme 12 Pro সিরিজের ফোনগুলি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, সর্বাধিক ১২ জিবি র‍্যাম, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ, ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ আসতে পারে। স্পেসিফিকেশন সম্পর্কিত একাধিক তথ্য সামনে এলেও, এখনও Realme 12 Pro সিরিজের দাম সম্পর্কে কিছু জানা যায়নি। তবে আগামী সোমবার লঞ্চের সময় লাইনআপটির সম্পর্কে যাবতীয় তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হবে।