Noise Evolve 2 Play এবং ColorFit Ultra 2 LE স্মার্টওয়াচ দীর্ঘ ব্যাটারি লাইফ সহ লঞ্চ হল, দাম জেনে নিন

ভারতে আত্মপ্রকাশ করলো দেশীয় সংস্থা Noise-এর Evolve 2 Play এবং ColorFit Ultra 2 LE স্মার্টওয়াচ। এর মধ্যে প্রথমটি গতবছর লঞ্চ হওয়া Evolve 2 স্মার্টওয়াচের উত্তরসূরী। নতুন এই স্মার্টওয়াচটি গোলাকৃতির ডায়ালের সাথে এসেছে। এছাড়া দুটি স্মার্টওয়াচ কিছু ক্ষেত্রে সাদৃশ্যপূর্ণ হলেও, Evolve 2 Play স্মার্টওয়াচটি প্রিমিয়াম টেকনোলজি অফার করবে। চলুন দেখে নেওয়া যাক নতুন Noise Evolve 2 Play এবং ColorFit Ultra 2 LE স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Noise Evolve 2 Play এবং ColorFit Ultra 2 LE স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে নয়েজ ইভল্ভ ২ প্লে এবং কালার ফিট আল্ট্রা ২ এলই স্মার্টওয়াচ দুটির দাম ধার্য করা হয়েছে যথাক্রমে ৩,২৯৯ এবং ২,৯৯৯ টাকা। স্মার্টওয়াচটি দুটি গ্রে, ব্লু এবং ব্ল্যাক কালারে ই-কমার্স সাইট অ্যামাজনে উপলব্ধ।

Noise Evolve 2 Play এবং ColorFit Ultra 2 LE স্মার্টওয়াচের স্পেসিফিকেশন

আগেই বলা হয়েছে নবাগত নয়েজ ইভল্ভ ২ প্লে স্মার্টওয়াচটি গোলাকৃতির ডায়ালের সাথে এসেছে। এর ডানধারে রয়েছে দুটি ফিজিক্যাল বাটন। তাছাড়া এতে ব্যবহৃত হয়েছে স্পোর্টি স্ট্র্যাপ এবং জলের ৩ মিটার গভীর পর্যন্ত ঘড়িটি সুরক্ষিত থাকবে। শুধু তাই নয়, এই স্মার্টওয়াচে দেওয়া হয়েছে ১.২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ৩৯০x৩৯০ পিক্সেল এবং এটি অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট করবে।

এমনকি স্মার্টওয়াচটিতে স্বাস্থ্য সম্পর্কিত ডেটা নিরিক্ষনের জন্য একাধিক সেন্সর উপলব্ধ। এর মধ্যে থাকছে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার, স্ট্রেস মনিটর এবং ব্রিদিং এক্সারসাইজের জন্য বিশেষ মোড। তাছাড়াও ওয়্যারেবলটি ১০০টিরও বেশী স্পোর্টস মোড ট্র্যাক করতে সক্ষম। এমনকি ঘড়িটি হিন্দি ভাষা সাপোর্ট করার পাশাপাশি কুইক রিপ্লাই, মিউজিক এবং ক্যামেরা কন্ট্রোল, নাইট মোড, সোশ্যাল মিডিয়া নোটিফিকেশনও জানান দেবে। সংস্থার মতে, একবার চার্জে ঘড়িটি ১০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে। এর জন্য Noise Evolve 2 Play স্মার্টওয়াচে ব্যবহৃত হয়েছে ৩০০ এমএএইচ ব্যাটারি।

অন্যদিকে নয়েজ কালার ফিট আল্ট্রা ২ এলই স্মার্টওয়াচটি ১.৭৮ ইঞ্চি বর্গাকার অ্যামোলেড স্ক্রিনের সাথে এসেছে। এটি এওডি (AoD) ফিচারের সাথে ১০০টি ওয়াচফেস সাপোর্ট করবে। তাছাড়া ইভল্ভ ২ প্লে স্মার্টওয়াচের মতোই এতে রয়েছে একাধিক হেলথ সেন্সর। তবে এই ঘড়িটি মাত্র ৩০টি ওয়ার্কআউট মোড সাপোর্ট করতে সক্ষম। এই স্মার্টওয়াচে ব্যবহৃত হয়েছে ২০০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে সাতদিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারবে।