Vivo Y51A ভারতে লঞ্চ হল 6GB RAM সহ, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

Vivo Y51A চলতি বছরের শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল। এই ফোনে ছিল ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। তবে এবার থেকে ফোনটি ৬ জিবি র‌্যাম সহ পাওয়া যাবে। আজ Vivo Y51A এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হয়েছে। যদিও নতুন স্টোরেজ বিকল্প ছাড়া ফোনের স্পেসিফিকেশনে কোনো পরিবর্তন আনা হয়নি। এমনকি ভিভো ওয়াই ৫১এ ফোনটির নতুন স্টোরেজ ভ্যারিয়েন্ট আগের মতই ক্রিস্টাল সিম্ফনি ও টাইটেনিয়াম সাফায়ার কালারে পাওয়া যাবে। 

Vivo Y51A এর 6GB RAM ভ্যারিয়েন্টের দাম

ভারতে ভিভো ওয়াই ৫১এ এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৬,৯৯০ টাকা। জানিয়ে রাখি ফোনটির ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের মূল্য ১৭,৯৯০ টাকা। আজ থেকেই ভিভো ওয়াই ৫১এ এর নতুন ভ্যারিয়েন্ট Vivo Store থেকে কেনা যাবে।

Vivo Y51A এর স্পেসিফিকেশন ও ফিচার

দুর্দান্ত পারফরম্যান্স দিতে ভিভো ওয়াই ৫১এ ফোনটি এড্রেনো ৬১০ জিপিইউ ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর সহ এসেছে। ফোনটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে। ভিভো ওয়াই ৫১এ ফোনের সামনে দেখা যাবে, ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪০৮x১০৮০ পিক্সেল) ডিউ ড্রপ নচ ডিসপ্লে।

আবার ফটোগ্রাফির জন্য Vivo Y51A ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ‌ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল (এফ/১.৭৯ অ্যাপারচার) প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (এফ/২.২), ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে এফ/২.০ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। 

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y51A ফোনে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড ফানটাচ ওএস-এ চলে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন