Top 5 Bikes: মাইলেজ-স্টাইল ফাটাফাটি, 1 লাখের নীচে 5 সেরা সস্তা বাইকের হদিশ রইল

মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতাদের কাছে আজও এক লক্ষ টাকার কম দামের টু-হুইলারগুলি সোনার চাঁদ হাতে পাওয়ার মতো। আসলে এই জাতীয় কমিউটার মোটরসাইকেলের রক্ষণাবেক্ষণের খরচ নগণ্য। আবার চলতে জ্বালানি পোড়ায় কম। ফলে পেট্রোলের ছ্যাঁকা ধরানো দামের প্রভাব বেশ খানিকটা লাগু করা যায়। একবার তেল ভরিয়ে নিলে নিশ্চিন্তে নিদেনপক্ষে ৫৫-৬০ কিলোমিটার বা তার বেশি পথ চলা যায়। এই প্রতিবেদনে এক লাখ টাকা দামের পাঁচটি সেরা মোটরসাইকেল সম্পর্কে আলোকপাত করা হল।

TVS Sports

তালিকার সর্বপ্রথম স্থান দখল করেছে TVS Sports। এটির বর্তমান বাজার মূল্য ৬৩,৯৫০ টাকা (এক্স-শোরুম)। এখনও পর্যন্ত ২৫ লক্ষের বেশি ভারতীয় আনন্দের সাথে এর মালিকানা উপভোগ করেছে। আকর্ষণীয় মাইলেজের সাথে বাইকটির নতুন ভার্সনে দুর্দান্ত গ্রাফিক্স, অ্যালয় হুইল এবং স্পোর্টি কালার স্কিম যোগ হয়েছে। এর ১০৯ সিসি ইঞ্জিন থেকে প্রতি লিটার ৭০ কিলোমিটার মাইলেজ এবং ৮.১৮ বিএইচপি শক্তি উৎপন্ন হয়।

Hero Super Splendor

১ লক্ষ টাকার কম দামের বাইকের বাজারে Hero Super Splendor একটি উজ্জ্বল নক্ষত্র। মূল্য ৭৩,৯০০ টাকা (এক্স-শোরুম)। মাইলেজ, সাশ্রয়ী মূল্য এবং বাস্তবিকতার জন্য এটি ভারতের অন্যতম বেস্ট-সেলিং মোটরসাইকেলের তকমা জিতে নিয়েছে। শক্তি যোগাতে এতে উপস্থিত একটি ১২৫ সিসি ইঞ্জিন। ৬০ কিমি/লিটার মাইলেজ সহ এর আউটপুট ১০.৭৩ বিএইচপি। এতে রয়েছে ১৩ লিটার ফুয়েল ট্যাঙ্ক।

Honda SP 125

সস্তার মোটরসাইকেল বাজারে অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছে Honda SP 125। এটির দাম ৭৮,৪০০ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। এর ১২৩.৯৪ সিসি ইঞ্জিন থেকে ১০.৭২ বিএইচপি শক্তি উৎপন্ন হয়। মাইলেজ ৬৮ কিলোমিটার/লিটার। ফিটারের তালিকায় উপস্থিত একটি ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, টিউবলেস টায়ার, অ্যালয় হুইল, ইলেকট্রিক স্টার্ট অপশন ইত্যাদি।

Honda CB Unicorn 160

হোন্ডা সদ্য CB Unicorn 160-এর নতুন ভার্সন লঞ্চ করেছে। যার দাম ৯৮,৯০০ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। এটিও দেশের সর্বাধিক বিক্রিত মোটরসাইকেলের মধ্যে অন্যতম একটি মডেল। ১৬৩ সিসির মতো শক্তিশালী ইঞ্জিন, অনেকেরই পছন্দ। যা থেকে ১৩.৮২ বিএইচপি শক্তি উৎপন্ন হয় এবং ৬০ কিমি প্রতি লিটার মাইলেজ মেলে। এতে রয়েছে ১২ লিটার ফুয়েল ট্যাঙ্ক।

Hero Super Splendor Xtec

Super Splendor Xtec হচ্ছে Hero Super Splendor-এর প্রিমিয়াম ভার্সন, যার মূল্য ৮৪,০০০ টাকা (এক্স-শোরুম)। অত্যাধুনিক ফিচার হিসেবে এতে উপস্থিত এলইডি লাইটিং, ফুল ডিজিটাল কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি, একটি ইউএসবি চার্জার, অটোসেইল টেকনোলজি ইত্যাদি। এতে উপস্থিত ১২৫ সিসি ইঞ্জিন থেকে ১০.৭ বিএইচপি শক্তি উৎপন্ন হয়। যা ৬০ কিমি প্রতি লিটার মাইলেজ প্রদান করে।