Realme X7 Max 5G আজ প্রথমবার 2,000 টাকা ছাড়ে কেনার সুযোগ, 12টা থেকে সেল

গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Realme X7 Max 5G। আজ ফোনটি প্রথমবার বিক্রির জন্য উপলব্ধ হচ্ছে। ই-কমার্স সাইট Flipkart ও Realme.com থেকে দুপুর 12 টায় ফোনটির সেল শুরু হবে। যারা মিড রেঞ্জে নতুন 5G ফোন খোঁজ করছেন, তাদের জন্য এই ফোনটি আদর্শ। Realme X7 Max 5G ফোনে আছে AMOLED ডিসপ্লে, 4,400mAh ব্যাটারি, Mediatek Dimensity 1200 প্রসেসর। এই ফোনটি আসলে Realme GT Neo এর রিব্র্যান্ডেড ভার্সন।

Realme X7 Max 5G এর দাম ও অফার

ভারতে Realme X7 Max 5G দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ। যেগুলি হল 8 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ। এদের দাম যথাক্রমে 26,999 টাকা ও 29,999 টাকা। ফোনটি তিনটি কালারে বাজারে এসেছে – মার্কারি সিলভার, অ্যাস্টোরয়েড ব্ল্যাক, এবং মিল্কি ওয়ে।

লঞ্চ অফারের কথা বললে, ICICI Bank এর ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড গ্রাহকরা এই ফোনের ওপর 2,000 টাকা ছাড় পাবেন। আবার Flipkart Axis Bank এর ক্রেডিট কার্ড গ্রাহকদের 5 শতাংশ‌ ডিসকাউন্ট দেওয়া হবে।

Realme X7 Max 5G এর স্পেসিফিকেশন

Realme X7 Max 5G ফোনটি Android 11 বেসড realmeUI 2.0 কাস্টম ওএস-এ চলবে। এই ফোনে আছে 120Hz রিফ্রেশ রেটের 6.43 ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED পাঞ্চ হোল ডিসপ্লে। আবার এই ফোনে ব্যবহার করা হয়েছে Mediatek Dimensity 1200 প্রসেসর। ফটোগ্রাফির জন্য Realme X7 Max 5G ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 64 মেগাপিক্সেল Sony IMX682 প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।

সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে 4,500mAh ব্যাটারি, যার সাথে 50W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য পাওয়া যাবে ইউএসবি টাইপ সি পোর্ট। এতে ডলবি অডিও ও Hi-Res Audio সাপোর্ট সহ ডুয়াল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন