১৬ জিবি মেমোরি সহ ভারতে লঞ্চ হল Amazon Kindle 2022, কি কি সুবিধা পাবেন দেখে নিন

বিশ্ববাজারে গত সেপ্টেম্বরে লঞ্চ হয়েছে অ্যামাজনের নতুন Kindle 2022। এখন ই-কমার্স জায়ান্টটির এই কিন্ডল পা রাখল ভারতীয় বাজারে। ২০১৯ ভার্সনের উত্তরসূরী হিসেবে আসা নতুন এই কিন্ডলে রয়েছে উন্নততর কিছু ফিচার এবং আপগ্রেডেশন। চলুন Amazon Kindle 2022-এর দাম ও ফিচার দেখে নেওয়া যাক

Amazon Kindle 2022-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে নতুন অ্যামাজন কিন্ডল ২০২২ মডেলটির দাম ধার্য করা হয়েছে ৯,৯৯৯ টাকা। তবে কিছুদিনের জন্য ই-কমার্স সাইট অ্যামাজনে এটি ৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। কালো এবং ডেনিম কালারের মধ্যে থেকে ক্রেতারা বেছে নিতে পারবেন তাদের পছন্দের কিন্ডলটি। তাছাড়া এর কভারের দাম পড়ছে ১,৭৯৯ টাকা। এটি ব্ল্যাক, ডার্ক এমারেল, ডেনিম এবং রোজ গোল্ড কালার অপশনে উপলব্ধ।

Amazon Kindle 2022-এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত অ্যামাজন কিন্ডল ২০২২ মডেলটি একটি হালকা এবং কম্প্যাক্ট ডিজাইনের কিন্ডল। এর প্যাকিং কেসটি রিসাইকেল এবং ইকো ফ্রেন্ডলি উপাদানের তৈরি। তাছাড়া ডিভাইসটি ৬ ইঞ্চি গ্লেয়ার ফ্রি ডিসপ্লের সাথে এসেছে, যা ৩০০ পিপিআই সর্বোচ্চ উজ্জ্বলতা অফার করবে। তদুপরি এর সামনের দিকে রয়েছে চারটি এলইডি লাইট সেটআপ। যার মাধ্যমে প্রয়োজন অনুযায়ী ব্যবহারকারী ডিসপ্লেটির লাইট কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এমনকি ডিসপ্লেটিতে ডার্ক মোড সাপোর্ট করবে।

অন্যদিকে Amazon Kindle 2022 মডেলটিতে রয়েছে ১৬ জিবি স্টোরেজ। উপরন্তু এর কানেক্টিভিটি অপশনে সামিল হয়েছে ওয়াইফাই এবং ইউএসবি সি টাইপ পোর্ট। শুধু তাই নয়, এর সঙ্গে একটি কিন্ডেল কভার পাওয়া যাবে, যা বন্ধ করে দিলে কিন্ডেলটি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে এবং খুললে কিন্ডেলটি স্বয়ংক্রিয়ভাবে চালু হবে। যদিও ব্যবহারকারীদের এই কভারটি অতিরিক্ত টাকা দিয়ে কিনতে হবে। সর্বোপরি একবার চার্জে রিডিং ডিভাইসটি ৬ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম।