Royal Enfield প্রেমীদের কাবু করতে আসছে 650 সিসির ক্লাসিক, কী কী চমক থাকবে

Royal Enfield Classic 350-এর নাম শুনলেই একটা রাজকীয় ভাব জেগে ওঠে। সংস্থার বেস্ট সেলিং মডেল হওয়ার কারণে রাস্তায় বেরোলেই রেট্রো বাইকটি ঘন ঘন নজরে পড়ে। তাই এই টু-হুইলারটি নিয়ে নয়া স্বপ্নে বিভোর হয়েছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। আরও বড় ইঞ্জিন সহ আনতে চলেছে বাইকটি। নতুন মডেলের নাম Classic 650। ইতিমধ্যেই বেশ ক’বার মোটরসাইকেলটিকে রাস্তায় পরীক্ষা করতে দেখতে পাওয়া গিয়েছে। তবে এতদিন ক্যামোফ্ল্যাজে মোড়ানো অবস্থায় দেখা গেলেও এবার সম্পূর্ণ অনাবৃত অবস্থায় Royal Enfield Classic 650 এর ছবি সামনে এসেছে। যা ডিজাইনের স্পষ্ট ধারণা দিয়েছে।

Royal Enfield লঞ্চ করবে Classic 650

ক্লাসিক ৬৫০-এ কেমন ইন্সট্রুমেন্ট ক্লাস্টার থাকছে কিনা, তা স্পাই ছবিতে স্পষ্টভাবে বোঝা যায়নি। চকচকে কালো রঙের ফুয়েল ট্যাঙ্ক দেখে অনুমান করা হচ্ছে এতে গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে। এটি টিয়ার-ড্রপ আকৃতির। যা ক্লাসিক ৩৫০-এও বর্তমান। ট্যাঙ্কের ক্যাপাসিটি সম্পর্কে অবশ্য এখনও বলা সম্ভব নয়। উল্লেখ্য, ক্লাসিক ৩৫০-এ ১৩.৫ লিটার ট্যাঙ্ক আছে। আর Super Meteor-এ ১৫.৭ লিটার ও Interceptor ও Continental GT 650-এ ১৩.৭ লিটার ফুয়েল ট্যাঙ্ক উপস্থিত।

অন্যান্য ডিজাইন এলিমেন্টের কথা বললে Royal Enfield Classic 650-তে এর হেডল্যাম্পের বেজেলে ক্রোম ফিনিশিং আছে আর ভেতরে ছোট্ট হ্যালোজেন ল্যাম্প। বাইকটির ৬৪৮ সিসি ইঞ্জিন থেকে ৪৭ বিএইচপি এবং ৫২ এনএম টর্ক উৎপন্ন হবে। সঙ্গে থাকবে ৬-স্পিড গিয়ারবক্স। হার্ডওয়্যার সেটআপ হিসাবে এতে সাসপেনশনের জন্য টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং পেছনে টুইন শক অ্যাবসর্বার বর্তমান।

অন্যদিকে, ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে উভয় চাকায় সিঙ্গেল ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। পেছনের দিক সামনের তুলনায় ছোট। Royal Enfield Classic 650 আগামী ২০২৫ সালের মধ্যে লঞ্চ হতে পারে। অর্থাৎ মোটরসাইকেলটির জন্য ক্রেতাদের এখনও প্রায় দেড় থেকে দু’বছর অপেক্ষা করতে হবে। সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে নয়া বডি স্টাইলের বাইকটি আসবে।