Aadhaar PVC Card: সাবধান, এই ধরনের পিভিসি কার্ড বৈধ নয়, সর্তক করল UIDAI

সরকারি পরিচয়পত্র হিসেবে Aadhaar Card (আধার কার্ড) যে বর্তমান ডিজিটাল যুগে কতটা গুরুত্বপূর্ণ, সেকথা আর কাউকে নতুন করে বুঝিয়ে বলার প্রয়োজন নেই। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) দ্বারা জারি করা এই ১২ সংখ্যার কার্ডে নাগরিকদের নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বরের মতো একাধিক ব্যক্তিগত বিবরণ সহ বায়োমেট্রিক তথ্যাদি মজুত থাকে। কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়া থেকে শুরু করে ফোনের সিম কার্ড বা রেশন তোলা – বিভিন্ন সরকারি এমনকি বেসরকারি ক্ষেত্রেও এই ডকুমেন্টটি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভারতের যে কোনো স্থানে কোনো ব্যক্তির পরিচয় এবং ঠিকানার প্রমাণ হিসেবে কাজ করে এই আধার কার্ড। তাই সবসময়ই কার্ডটিকে সঙ্গে রাখা এখন একান্ত আবশ্যক। কিন্তু লম্বাটে গোছের এই জিনিসটিকে সাথে করে নিয়ে ঘুরে বেড়ানো একটু ঝামেলার। তাই UIDAI-এর তরফে জানানো হয়েছে যে, কোনো ভারতীয় নাগরিক এখন অনলাইনে পকেট সাইজের পিভিসি আধার (PVC Aadhaar) অর্ডার করতে পারেন। এবং উল্লেখ্য যে, আধার কার্ড সম্পর্কিত যে কোনো জিনিস জানার জন্য ভারতের যে কেউ অফিসিয়াল UIDAI ওয়েবসাইট uidai.gov.in-এ লগইন করতে পারেন।

UIDAI সম্প্রতি একটি টুইটে বলেছে যে, “আপনি যদি পিভিসি আধার কার্ড চান, তবে অনলাইনে এটি অর্ডার করতে পারেন। অর্ডার করার জন্য গ্রাহকদের এই লিঙ্কটি ব্যবহার করতে হবে – myaadhaar.uidai.gov.in/genricPVC। এই পরিষেবার জন্য ৫০ টাকা চার্জ লাগবে, এবং এটি স্পিড পোস্টের মাধ্যমে আপনাকে পাঠানো হবে। আধার পিভিসি কার্ড ৫টি কার্যদিবসের (working days) মধ্যে প্রেরণ করা হবে এবং AWB এসএমএসের মাধ্যমে আপনার মোবাইলে শেয়ার করা হবে।”

কিন্তু কেন এই বিষয়টি গুরুত্বপূর্ণ, সেই বিষয়ে আলোকপাত করে আর-একটি টুইটে UIDAI-এর তরফে খোলা বাজার থেকে পিভিসি আধার কপি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। যেহেতু এই জাতীয় পিভিসি কার্ডগুলিতে কোনোরকম সিকিউরিটি ফিচার থাকে না, তাই বাজার থেকে প্রিন্ট করা পিভিসি আধার কপি ব্যবহার না করাই উচিত। সেক্ষেত্রে যদি গ্রাহকরা পিভিসি আধার কার্ড চান, তাহলে ৫০ টাকা (GST এবং স্পিড পোস্ট চার্জ সহ) প্রদান করে অনলাইনে eaadhaar.uidai.gov.in/genricPVC লিঙ্কটি ব্যবহার করে আধারের সরকারি সংস্থা থেকেই আধার পিভিসি কার্ড অর্ডার করতে পারেন।

আসলে এখন বেশিরভাগ লোকই আধার কার্ড পাওয়ার জন্য আবেদন করার পরে কয়েক দিনের মধ্যে এটি UIDAI ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেন। এটি একটি পিডিএফ কপি যা ফোন বা কম্পিউটারে স্টোর করে রাখা যেতে পারে। লোকেরা এই কপিটি বাজারের ল্যামিনেশনের দোকানে নিয়ে কিছু টাকা খরচ করে একটি প্লাস্টিকের কার্ড তৈরি করে নেয়, যাতে তারা সর্বক্ষণ সেটি কাছে রাখতে পারে এবং হারিয়ে গেলেও চিন্তার বিশেষ কোনো কারণ নেই। কিন্তু UIDAI-এর মতে, যেহেতু এই প্লাস্টিকের কার্ডগুলিতে আইনত কোনো সিকিউরিটি ফিচার নেই, তাই এমত পরিস্থিতিতে আধার নম্বর নিয়ে নিরাপত্তার প্রশ্ন উঠতে পারে।

এছাড়া, প্লাস্টিকের কার্ড বানানোর আগে দোকানদার তার কম্পিউটারে গ্রাহকের আধারের একটি পিডিএফ কপি নিয়ে নেয়, যার ভিত্তিতে সংশ্লিষ্ট দোকানদার প্লাস্টিকের কার্ডটি তৈরি করবে। কিন্তু UIDAI-এর মতে, অন্য কারোর সিস্টেমে নিজের আধার কার্ড স্টোর করাকে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে সঠিক বলে মনে করা যায় না। তাই এই ধরনের যাবতীয় সমস্যা এড়াতে UIDAI সকল ভারতীয় নাগরিককে মাত্র ৫০ টাকা খরচ করে সরকারি অনলাইন পোর্টাল থেকে অর্ডার দিয়ে PVC Aadhaar তৈরি করার পরামর্শ দিয়েছে।