OnePlus 10R: ২২ সেপ্টেম্বর বড় ধামাকা নিয়ে হাজির হচ্ছে ওয়ানপ্লাস, টুইট পড়েই উত্তেজিত ফ্যানরা

এবছর এপ্রিল মাসে ওয়ানপ্লাস তাদের মিড-রেঞ্জের OnePlus 10R হ্যান্ডসেটটি বাজারে উন্মোচন করেছে। লঞ্চের পর থেকে, এই ওয়ানপ্লাস ফোনটি সিয়েরা ব্ল্যাক এবং ফরেস্ট গ্রিন- এই দুটি কালার অপশনে বাজারে পাওয়া যাচ্ছে। তবে গত সপ্তাহেই ব্র্যান্ডটি নিশ্চিত করেছিল যে, তারা শীঘ্রই OnePlus 10R-এর আকর্ষণীয় প্রাইম ব্লু সংস্করণটি ভারতে লঞ্চ করবে। আর এবার ওয়ানপ্লাসের তরফে OnePlus 10R প্রাইম ব্লু কালার ভ্যারিয়েন্টের লঞ্চের তারিখটি ঘোষণা করা হয়েছে। চলতি সপ্তাহেই ভারতীয় ক্রেতাদের জন্য এই নতুন সংস্করণটি অ্যামাজন (Amazon)-এর সাইটে উপলব্ধ হবে। চলুন আসন্ন লঞ্চের আগে OnePlus 10R-এর প্রাইম ব্লু সংস্করণটি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

OnePlus 10R-এর প্রাইম ব্লু কালার ভ্যারিয়েন্ট শীঘ্রই আসছে ভারতের মার্কেটে

ওয়ানপ্লাস ইন্ডিয়ার তরফে টুইট করে নিশ্চিত করা হয়েছে যে, ওয়ানপ্লাস ১০আর প্রাইম ব্লু এডিশন আগামী ২২ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করবে। এটি অ্যামাজন ইন্ডিয়ার সাইটে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২২ (Great Indian Festival 2022) সেল চলাকালীন বিক্রি করা হবে বলে জানানো হয়েছে। তবে, এটি ওয়ানপ্লাসের অফিসিয়াল ওয়েবসাইট (OnePlus.in) এবং অফলাইন ওয়ানপ্লাস স্টোরেও বিক্রির জন্য উপলব্ধ হতে পারে।

প্রসঙ্গত, ওয়ানপ্লাস ১০আর ভারতে দুটি ব্যাটারি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। ৪,৮০০ এমএএইচ ব্যাটারি ভ্যারিয়েন্ট ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ এসেছে। এটি ১৫০ ওয়াট সুপারভোক (SuperVOOC) চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। এই সংস্করণটির দাম বর্তমানে ৪৩,৯৯৯ টাকা। অন্যদিকে, ওয়ানপ্লাস ১০আর-এর ৫,০০০ এমএএইচ ব্যাটারি সংস্করণটি ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ- এই দুটি মেমরি কনফিগারেশনের উপলব্ধ। এই ভ্যারিয়েন্টগুলির দাম যথাক্রমে ৩৮,৯৯৯ টাকা এবং ৪২,৯৯৯ টাকা। এই দুটি মডেল ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। তবে, প্রাইম ব্লু সংস্করণের সাথে ১০আর-এর সমস্ত স্টোরেজ অপশনগুলি উপলব্ধ হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

ওয়ানপ্লাস ১০আর-এর স্পেসিফিকেশন – OnePlus 10R Specifications

OnePlus 10R-এ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) স্ক্রিন রয়েছে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটি ডাইমেনসিটি ৮১০০-ম্যাক্স চিপসেট দ্বারা চালিত, যা সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। এটি অক্সিজেন ওএস ১২ (OxygenOS 12) কাস্টম স্কিনে রান করে। নিরাপত্তার জন্য, এতে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও মিলবে।

ফটোগ্রাফির জন্য, OnePlus 10R-এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স সহ ট্রিপল ক্যামেরা ইউনিট উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus 10R ৪,৮০০ এমএএইচ/ ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ১৫০ ওয়াট / ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।