১০ আগস্ট লঞ্চের আগে ভারতে শুরু হল Samsung Galaxy Z Fold 4 ও Galaxy Z Flip 4 ফোনের প্রি-বুকিং

আগামী ১০ই আগস্ট ‘Galaxy Unpacked’ লঞ্চ ইভেন্টে Galaxy Z Fold 4 এবং Galaxy Z Flip 4 নামের দুটি নয়া ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Samsung। তবে তার আগে আসন্ন ‘নেক্সট জেনারেশন গ্যালাক্সি’ ফ্ল্যাগশিপ ফোন-দ্বয়কে ভারতে প্রি-বুকিংয়ের জন্য উপলব্ধ করার ঘোষণা করলো দক্ষিণ কোরিয়ার সংস্থাটি। উল্লেখ্য, আপকামিং লঞ্চ ইভেন্টটিতে সমগ্র বিশ্ববাসী ডিজিটালি অংশগ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে, ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা ৬:৩০টা থেকে সংস্থার অফিসিয়াল প্ল্যাটফর্মগুলির মাধ্যমে এই ইভেন্টকে সরাসরি সম্প্রচার করা হবে। এই দুটি ভাঁজযোগ্য ফোনের পাশাপাশি Samsung Galaxy Watch 5 স্মার্টওয়াচ এবং Galaxy Buds 2 Pro TWS ইয়ারফোনকেও এই একই ইভেন্টে লঞ্চ করা হতে পারে।

লঞ্চের আগেই ভারতে শুরু হল Samsung Galaxy Z Fold 4 ও Galaxy Z Flip 4 ফোনের প্রি-বুকিং প্রক্রিয়া

স্যামসাংয়ের সাম্প্রতিক ঘোষণা অনুসারে, ইতিমধ্যেই অর্থাৎ ৩১শে জুলাই থেকে ভারতে পরবর্তী প্রজন্মের গ্যালাক্সি জেড ফোল্ড ৪ (Galaxy Z Fold 4) এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ (Galaxy Z Flip 4) ফোল্ডেবল স্মার্টফোন দুটির প্রি-বুকিং লাইভ করে দেওয়া হয়েছে৷ আগ্রহীরা, সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (Samsung.com) এবং স্যামসাং এক্সক্লুসিভ স্টোরের মাধ্যমে মাত্র ১,৯৯৯ টাকার ‘টোকেন মানি’ প্রদান করে আসন্ন গ্যালাক্সি স্মার্টফোনগুলিকে প্রি-রিজার্ভ করতে পারবেন৷ সর্বোপরি, ফোন দুটির প্রত্যেক আগাম অর্ডারকারীরা ডিভাইস ডেলিভারির পর ৫,০০০ টাকা মূল্যের ‘অ্যাডিশনাল বেনিফিট’ বা অতিরিক্ত সুবিধাও পেয়ে যাবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, টিপস্টার ইভান ব্লাস (Evan Blass) সম্প্রতি আপকামিং স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোল্ডেবল ফোনের রেন্ডার অনলাইনে ফাঁস করেছিলেন। রেন্ডার অনুসারে, ৪তম প্রজন্মের গ্যালাক্সি জেড ফোল্ড – বেইজ, গ্রে-গ্রীন এবং ফ্যান্টম ব্ল্যাক কালার বিকল্পে আসতে পারে। উক্ত ডিভাইসে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে, যা ব্যাক প্যানেলে উল্লম্বভাবে অবস্থান করবে এবং মডিউলের নিম্ন ভাগে LED ফ্ল্যাশ লাইট থাকবে। অন্যদিকে, গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোনকে – গোল্ড, গ্রে, লাইট ব্লু এবং পার্পেল কালার ভ্যারিয়েন্টে নিয়ে আসা হবে বলে জানা গেছে। এটি একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করতে পারে।

আসন্ন দুটি ফোল্ডেবল ফোনই আপাতদৃষ্টিতে তাদের পূর্বসূরী অর্থাৎ Galaxy Z Fold 3 এবং Galaxy Z Flip 3 -এর ন্যায় প্রায় অনুরূপ ডিজাইন সহ আসবে বলেও দাবি করেছেন টিপস্টার। এছাড়া সংস্থা দ্বারা পোস্ট করা টিজার ভিডিওতে, উভয় হ্যান্ডসেটেই সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও একটি পার্শ্ববর্তী ভলিউম রকার সহ দেখে গেছে।

যাইহোক আপনাদের আবার বলে দিই যে, ‘গ্যালাক্সি আনপ্যাক’ ইভেন্টকে আগামী ১০ই আগস্ট ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা ৬:৩০টা নাগাদ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (Samsung.com), স্যামসাং নিউজরুম ইন্ডিয়া এবং ইউটিউব (YouTube) চ্যানেলের মাধ্যমে লাইভ-স্ট্রিম করা হবে। আপনারা যারা এই ডিজিটাল ইভেন্টের সাক্ষী থাকতে চান, তারা নির্ধারিত দিনে নিচে প্রদত্ত লিঙ্কে ক্লিক করে ডিভাইসগুলির লাইভ লঞ্চ দেখতে পারেন।