আরও ছোট নচের ডিসপ্লের সাথে আসছে iPhone 13 সিরিজ, প্রকাশ্যে ফ্রন্ট গ্লাস প্যানেলের ছবি

প্রতি বছরই Apple এর iPhone স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে নতুন বেঞ্চমার্কের সৃষ্টি করে। চলতি বছরেও iPhone 13-এ তার কোনো ব্যতীক্রম হবে না৷ সেক্ষেত্রে নতুন আইফোন ১৩ সিরিজ নিয়ে প্রত্যাশা যত বাড়ছে তার সাথে তাল মিলিয়ে ডিভাইসগুলোর বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। সাম্প্রতিক কালে সবচেয়ে বেশী আলোচনা হচ্ছে আইফোন ১৩ সিরিজের স্মার্টফোনে ১২০ হার্টজ LTPO ডিসপ্লে ও ক্ষুদ্রাকৃতি নচ নিয়ে। এবার Macrumors এর সৌজন্যে iPhone 13 সিরিজের ফ্রন্ট গ্লাস প্যানেলের ছবি সামনে এসেছে।

Macrumors এর রিপোর্ট অনুসারে, পূর্ববর্তী মডেলের মতো আইফোন ১৩ সিরিজের তিনটি মডেলে যথাক্রমে ৫.৪ ইঞ্চি, ৬.১ ইঞ্চি ও ৬.৭ ইঞ্চি ডিসপ্লে থাকবে। ডিসপ্লের সাইজ অনুযায়ী (ছোট থেকে বড়) অ্যাপল এগুলির নামকরণ করতে পারে: আইফোন ১৩, আইফোন ১৩ প্রো, ও আইফোন ১৩ প্রো ম্যাক্স।

তিনটি মডেলের মধ্যে প্রো ভার্সনটি বেশ কিছু আপডেট পাবে বলে চর্চা চলছে। ফ্রন্ট প্যানেলের ছবিতে দেখা গিয়েছে যে ইয়ারপিস/স্পিকার ডিভাইসের ওপরের দিকে স্থানান্তরিত হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, নচ সরানোর ব্যাপারে অ্যাপল খুব একটা পক্ষপাতী নয়৷ সামনে আসা ছবিগুলোই তার বড়সড় প্রমাণ।

আপকামিং আইফোন ১৩ সিরিজের সম্ভাব্য ফিচার নিয়ে এই মুহুর্তে কোনো মন্তব্য করা সম্ভব হচ্ছে না। তবে বায়োনিক এ১৫ প্রসেসর, উন্নত আল্ট্রাওয়াইড ক্যামেরা, কোয়ালকম এক্স৬০ ৫জি মোডেম, ১ টেরাবাইট পর্যন্ত স্টৌরেজ, ওয়াই-ফাই ৬ই সাপোর্ট থাকার প্রত্যাশা করা যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন