Google Pay: এক ক্লিকেই 1 লাখ পর্যন্ত লোন, গুগল পে ইউজারদের জন্য দারুণ সুবিধা

আপনি কি Google Pay (গুগল পে) ব্যবহার করেন? যদি এর উত্তর হ্যাঁ হয়, তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর! বিশেষ করে আপনি যদি কোনো লোন নেওয়ার প্ল্যান করে থাকেন, তাহলে তো এই প্রতিবেদনটি আপনার বিশেষভাবে কাজে আসবে। আসলে এখন আপনি Google Pay-র মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই একটি পার্সোনাল লোন নিয়ে ফেলতে পারেন! আজ্ঞে হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। বস্তুত, গত সোমবার ডিএমআই ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড (DMI), Google Pay-তে একটি পার্সোনাল লোন প্রোডাক্ট লঞ্চ করার কথা ঘোষণা করেছে। আসুন এখন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই।

কত টাকা পর্যন্ত লোন নেওয়া যাবে এবং কারা লোন নিতে পারবেন?

গুগল পে-র এই নতুন পরিষেবার আওতায় ব্যবহারকারীরা সহজেই সর্বোচ্চ ৩৬ মাসের জন্য এক লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। গুগল পে-তে উপলব্ধ এই ফিচারটি ১৫ হাজারেরও বেশি পিন কোডের জন্য চালু করা হচ্ছে। নিঃসন্দেহে এই নতুন সার্ভিসটি ইউজারদের ব্যাপকভাবে কাজে আসবে। এর মাধ্যমে ইউজাররা দুর্দান্ত গুগল পে ব্যবহারের এক্সপেরিয়েন্স অর্জন করার পাশাপাশি অত্যন্ত সহজে এক চুটকিতেই DMI-এর ডিজিটাল লোন নেওয়ার সুবিধা উপভোগ করতে পারবেন। তবে এক্ষেত্রে বলে রাখি, সকল গুগল পে ইউজার কিন্তু এই নয়া সার্ভিসের ফায়দা নিতে পারবেন না। এটির সুবিধা কেবলমাত্র সেইসব ব্যবহারকারীরাই উপভোগ করতে পারবেন যাদের ক্রেডিট স্কোর খুব ভাল হবে।

DMI Finance কীভাবে কাজ করবে?

প্রথমত ডিএমআই ফাইন্যান্স প্রি-কোয়ালিফায়েড এলিজিবল ইউজারদের নির্বাচন করবে। এরপর ওই ব্যবহারকারীদের গুগল পে-র মাধ্যমে প্রোডাক্টটি অফার করা হবে। ব্যবহারকারীদের অ্যাপ্লিকেশনগুলিকে রিয়েল টাইমে প্রসেস করার পর, তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকার পরিমাণটি ট্রান্সফার করা হবে।

এই নতুন সার্ভিসটির প্রসঙ্গে DMI Finance-এর সহ-প্রতিষ্ঠাতা এবং জয়েন্ট এমডি শিবাশীষ চ্যাটার্জি জানিয়েছেন যে, তাদের টিম লক্ষ লক্ষ গুগল পে ব্যবহারকারীদের দুর্দান্ত এক্সপেরিয়েন্স প্রদানের লক্ষ্যে একটি চমকপ্রদ কাজ করছে। নবাগত এই সার্ভিসের সুবাদে কেবলমাত্র মোবাইল ফোনে একটি ক্লিকের মাধ্যমে সহজেই ব্যবহারকারীরা এক লাখ টাকা লোন পেতে সক্ষম হবেন। সেক্ষেত্রে আশা করা যায়, এই নতুন পরিষেবাটির দ্বারা ব্যবহারকারীরা বিশেষভাবে উপকৃত হবেন। আর প্রযুক্তিগত উপায়ে বহু ইউজারের স্বপ্নপূরণে এই নয়া সার্ভিসটি ব্যাপকভাবে সাহায্য করবে। শুধু তাই নয়, কার্যত অসম্ভবকে সম্ভব করতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত বলেও জানান শিবাশীষ।