লঞ্চ হল ট্রান্সপারেন্ট কেস সহ 50 ঘন্টা পর্যন্ত চলা ইয়ারবাড, দাম মাত্র 1299 টাকা

ভারতীয় বাজারে Wings Phantom 345 ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে ১,২৯৯ টাকা

ভারতে আত্মপ্রকাশ করল Wings ব্র্যান্ডের নতুন Wings Phantom 345 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন। অভিনব ডিজাইনের চার্জিং কেসের সাথে আসা নতুন এই ইয়ারবাডে রয়েছে ১৩ এমএম ড্রাইভার, এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচার, কোয়াড মাইক এবং ব্লুটুথ ৫.৩। চলুন দেখে নেওয়া যাক নতুন Wings Phantom 345 ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Wings Phantom 345 -এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Wings Phantom 345 ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে ১,২৯৯ টাকা। এটি ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনে এসেছে। প্রসঙ্গত উল্লেখ্য, ই কমার্স সাইট ফ্লিপকার্ট, অ্যামাজন এবং সংস্থার নিজস্ব ওয়েবসাইট ও অফলাইন স্টোরে কিনতে পাওয়া যাচ্ছে ইয়ারফোনটি।

Wings Phantom 345 -এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Wings Phantom 345 ইয়ারবাড স্টেম ও সিলিকন ইয়ারটিপ সহ ইন-ইয়ার ডিজাইনে এসেছে। আর ব্যবহারকারী এর স্টেমে স্পর্শ করে ইয়ারফোনটি সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। তাছাড়া আগেই বলেছি, ইয়ারফোনটির চার্জিং কেসটি দেখতে অভিনব অর্থাৎ এর চার্জিং কিংবা স্টোরেজ কেসটি ট্রান্সপারেন্ট এবং এতে রয়েছে একটি ডিজিটাল ডিসপ্লে, যেখানে ব্যাটারি স্ট্যাটাস দেখা যাবে।

অন্যদিকে, ইয়ারবাডটির অডিও প্রসঙ্গে বলতে গেলে, এতে ব্যবহৃত হয়েছে ১৩ এমএম হাই ফিডালিটিল কম্পোজিট ড্রাইভার। তাছাড়া হেয়ারেবলটিতে রয়েছে স্মার্ট এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচার। এমনকি এতে কোয়াড মাইক্রোফোন উপলব্ধ। আর নয়া ইয়ারফোনে থাকছে একটি নির্দিষ্ট গেমিং মোড, যেখানে ৪০ এমএস আলট্রা লো ল্যাটেন্সিতে গেমাররা গেম খেলতে পারবেন। উপরন্তু ইয়ারবাডটি এএসি এবং এসবিসি অডিও কোডেক সাপোর্ট সহ এসেছে। পাশাপাশি এতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে।

এখানেই শেষ নয়, Wings Phantom 345 ইয়ারবাডে রয়েছে ব্লুটুথ ৫.৩, যার রেঞ্জ ১৫ মিটার পর্যন্ত বিস্তৃত। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি ৫০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে পারবে। আবার এর প্রত্যেকটি ইয়ারবাড ১০ ঘণ্টা পর্যন্ত ব্যবহারযোগ্য। সেই সঙ্গে অডিও ডিভাইসটিতে ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সর্বোপরি জল ও ঘাম থেকে সুরক্ষা দেওয়ার জন্য ইয়ারফোনটি IPX5 রেটিং প্রাপ্ত।